Monday, February 21, 2011

মাথা ব্যথার কারণ

0 comments
মাথা ধরা বা মাথাব্যথার প্রকৃত কারণ এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে দেখা গেছে যে, মাথার খুলির মধ্যের রক্তনালীগুলো (ধমনী বা শিরা) যদি বেশি প্রসারিত হয় অথবা মস্তিষ্কের আবরণী পর্দাগুলোর মধ্যে যে রক্তনালীগুলো আছে সেগুলোতে যদি কোনও কারণে টান লাগে অথবা কপাল, মুখমন্ডল, চোখ, ঘাড় ইত্যাদির মাংসপেশীগুলোর মাত্রাতিরিক্ত পরিশ্রম হয় বা ঐসব জায়গায় কোনও প্রদাহ হয় তবে মাথা ধরে বা ব্যথা হয়। মাথা ধরা তাই কোন অসুখ নয়। এটা একটা লক্ষণ মাত্র। তাই মাথা ধরা সারানো অর্থাৎ বরাবরের জন্য মাথা ধরা বন্ধ করা সম্ভব নয়। বাজারে প্রচলিত বিভিন্ন ব্যথা বেদনা নিরোধক ওষুধ ব্যবহারে সাময়িকভাবে মাথা ব্যথা থেকে রেহাই পেতে পারি, কিন্তু এতে মাথা ধরার মূল কারণগুলো দুর করা সম্ভব নয়। মাথা ধরা সারাবার জন্য যেসব ওষুধ পাওয়া যায়, সেগুলোকে অনেক সময়েই অন্য অনেক ক্ষতিকারক পাশর্্বপ্রতিক্রিয়া হয়ে থাকে। তাই এসব ওষুধ বেশি ব্যবহার করা ঠিক নয়। সাময়িক উপশমের জন্য প্যারাসিটামল বা এসপিরিন টেবলেট দু'একটা খাওয়া যেতে পারে। তবে এগুলো খালি পেটে খাওয়া উচিত নয়।

0 comments:

Post a Comment