Saturday, February 19, 2011

দুর্ধর্ষ ব্রিটন জাতি

0 comments
ব্রিটনরা অনেক আগে থেকেই নরখাদক হিসেবে পরিচিত। এখন এটাও প্রমাণিত হলো যে এরা পানপাত্র হিসেবে ব্যবহার করত মানুষের মাথার খুলি।
ব্রিটন হলো অ্যাঙ্গোলা স্যাক্সানদের আগে ব্রিটিশ দ্বীপপুঞ্জে বসবাসকারী এক অসভ্য ও দুর্ধর্ষ জাতি। এদের মঙ্গোলীয় বা হুন জাতির সঙ্গে তুলনা করা চলে। তবে সম্ভবত নিষ্ঠুরতায় এরা তাদেরও ছাড়িয়ে গিয়েছিল। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষকরা এ তথ্য প্রকাশ করেছেন। খবর মেইল অনলাইনের। মানুষের মাথার খুলির তৈরি পৃথিবীর সবচেয়ে পুরনো পানপাত্রটি আবিষ্কৃত হয় সমারসেটের চেডার জর্জ এলাকার একটি গুহা থেকে। অতি যত্নসহকারে তৈরি করা এ পাত্রটি ১৪ হাজার ৭০০ বছর আগের বলে ধারণা করা হচ্ছে। বুধবার রাতে এ তথ্য প্রকাশ করা হয়। গবেষকরা জানান, এ পাত্রটি কমপক্ষে ২০ বছর আগে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। তবে অনুবীক্ষণ যন্ত্রের ব্যাপক উন্নয়নের পরই এর গঠনশৈলী উদঘাটন করতে সক্ষম হন তারা। যদিও সঠিকভাবে বলা যাচ্ছে না এ পাত্রটি ঠিক কী কী কাজে ব্যবহার করা হতো। প্রফেসর ক্রিস স্টিঙ্গার বলেন, পানপাত্রগুলো খুব বেশিদিন ব্যবহার করা হতো বলে মনে হয় না। এগুলো একেবারে টাটকা টাটকাই ব্যবহার করা হতো। খুব বেশি হলে বড়জোর কয়েক দিন, সপ্তাহ বা মাস। আগামী মাস থেকে এ পানপাত্রগুলোর একটি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে প্রদর্শন করা হবে। চেডার জর্জ এলাকার আদি অধিবাসীরা বিলুপ্ত হয়ে যাওয়ার পর ১১ হাজার ৫০০ বছর আগে আরেক জাতি ওই এলাকায় বসবাস শুরু করে। ব্রিটেনে এদের বংশধরদের অনেকেই এখনো জীবিত রয়েছেন।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

0 comments:

Post a Comment