Wednesday, March 2, 2011

প্রাচীন বাংলা

0 comments
বাংলাদেশের ইতিহাসে গৌড় রাজা শশাঙ্কের ৪০ বছরের রাজত্বকাল খুবই গুরুত্বপূর্ণ। এ সময় মূলত প্রাচীন বাংলায় ঐক্যের সূচনা হয় (৫৯৬-৬৩৬)। এ সময় প্রাচীন বাংলা অভিন্ন রাজ্যে পরিণত হয়। মাঝে ১০০ বছরের সংকটকাল পেরিয়ে আসে পাল রাজাদের দীর্ঘ ৪০০ বছরের শাসন। পাল আমলে বাংলার একটা নিজস্ব পরিচিতি গড়ে ওঠে। তাদের নাম ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে। গোপাল নামে এক সামন্ত রাজার উত্থানের মধ্য দিয়ে পাল যুগের দীর্ঘ শাসনকালের সূচনা হয় (৭৫০ থেকে ১১৫৫ খ্রি.)। গোপালের মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র ধর্মপাল (৭৭০-৮১০) দীর্ঘ ৪০ বছর রাজত্ব করেন। এরপর ধর্মপালের পুত্র দেব পালের (৮১০-৮৫০) চার দশকের শাসনকাল ছিল পাল যুগের সুবর্ণ সময়। শাসক হিসেবে তিনি ছিলেন সুযোগ্য ও দূরদর্শী। দেব পালের মৃত্যুর পর মূলত পাল রাজত্বে অবক্ষয় শুরু হয়। সর্বশেষ মদন পালের (১১৪০-১১৪৪ খ্রি.) মৃত্যুর পর পাল শাসনের সলতে ক্ষীণ হয়ে আসে। তবে ৪০০ বছরের পাল যুগ ছিল একটি সুশৃক্সখল শাসনকাল।


গ্রন্থনা : আবু মহি মুসা

0 comments:

Post a Comment