Friday, March 18, 2011

মানুষের চামড়ায় বাঁধানো বই!

0 comments
মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা ৩০০ বছরের পুরনো একটি বই পাওয়া গেছে উত্তর ইংল্যান্ডের লিওসে। ভীতিকর চেহারার এ বইটি পাওয়া যায় সেখানকার এক রাস্তায়। পুলিশ জানায়, মানুষের চামড়ায় বাঁধানো বইটির ভেতরে পৃষ্ঠাগুলোতে কালো কালির হাতের লেখা রয়েছে, যা সম্ভবত সতের শতকে লেখা। পুলিশ মনে করছে, ডাকাতি করে পালানোর সময় ডাকাতরা বইটি রাস্তায় ফেলে যায়। পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা বইটির মালিককে খুঁজে বের করার চেষ্টা করছেন। তাদের ধারণা, ওই এলাকারই কোন বাড়ি থেকে বইটি চুরি করা হয়েছে। বইটির বিষয়বস্তুর বেশির ভাগই ফরাসি ভাষায় লেখা। উল্লেখ্য, ফরাসি বিপ্লবের সময় এমন অনেক বই-ই বেরিয়েছে যেগুলো এ বইটির মতোই মানুষের চামড়া দিয়ে বাঁধানো। সতের থেকে উনিশ শতকের মধ্যে কখনও কখনও বই বাঁধাই করতে এ নৃশংস পদ্ধতি কাজে লাগানো হতো, যা অ্যামফেন্সান্ডারসিক নামে পরিচিত।

তথ্য ও ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত
-এস এম নাজমুল হক ইমন

0 comments:

Post a Comment