Friday, March 18, 2011

ম্যাকমোহন লাইন

0 comments
স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারতের ৭০০ মাইলব্যাপী অরুণাচল প্রদেশ এবং তিব্বতের স্মরণ সিঁড়ি, সিয়াং ও লোহিত সীমান্তজুড়ে সীমারেখা। স্যার ম্যাকমোহন ১৯১৪ সালে ভারত-তিব্বত চুক্তির আওতায় তিব্বত ও ভারতের মধ্যে এই সীমারেখা চিহ্নিত করেন। ভারত এ লাইনকে ভারত-চীন সীমানা বলে মনে করে, কিন্তু চীন আন্তঃসীমারেখা অস্বীকার করে। ফলে, দীর্ঘদিন ধরে এ অঞ্চল নিয়ে ভারতের সাথে চীনের দ্বন্দ্ব চলে আসছে এবং চীন এ অঞ্চলকে ভারতের প্রদেশ হিসেবে অস্বীকার করে। তবে, এখন অরুণাচল প্রদেশ ভারতের একটি অন্যতম প্রদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সূত্রঃ ইত্তেফাক

0 comments:

Post a Comment