Monday, March 14, 2011

ফিন্যান্স ও একাউন্টিং-এ ক্যারিয়ার

0 comments
বর্তমান সময়ে বিশ্বব্যাপী চাকরি বাজারে ফিন্যান্স/একাউন্টিং প্রফেশনালদের বিপুল চাহিদা রয়েছে। ফলে একজন দক্ষ ফিন্যান্স/একাউন্টিং প্রফেশনাল যে কোনো প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন । বৈশ্বিক চাকরি বাজারে ফিন্যান্স/একাউন্টিং প্রফেশনালদের এ চাহিদার কারণে বর্তমান সময়ে সচেতন শিক্ষার্থী ও অভিভাবকরা ঝুঁকছেন ফিন্যান্স/একাউন্টিং কোয়ালিফিকেশনের প্রতি। ফিন্যান্স/একাউন্টিং কোয়ালিফিকেশনের ক্ষেএ বিশ্বব্যাপী যুক্তরাজ্যর অ্যাওয়াডির্ বডি এসিসিএ এবং সিআইএমএ আন্তর্জাতিকভাবে সর্বাধিক স্বীকৃত প্রফেশনাল বডি। যে কেউ চাইলেই ফাউন্ডেশন ইন একাউন্টেন্সিতে (এফআইএ) ভর্তি হতে পারবে। শিক্ষাথীদের সরাসরি সিএটি ভর্তির পরিবর্তে এফআইএ বা এসিসিএ তে ভর্তি হবে। এফআইএ এর ভর্তির যোগ্যতা এফআইএ ভর্তি সবার জন্য উন্মুক্ত। উল্লেখ্য এফআইএ তে সাতটি কোর্স এবং সবগুলো পরীক্ষা কম্পিউটার বেইজড। এসিসিএ-এ ভর্তির ১৬ বছর বয়স হলে যে কেউ সিবিএ-তে ভর্তি হতে পারবে। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস গ্রাজুয়েটরা সিআইএমএ রেজিষ্ট্রেশন স্বাপেক্ষে সিবিএ-এর পাঁচটি বিষয় ওয়েভার পেতে পারেন।। এমবিএ ডিগ্রি হোল্ডারগণ সিএমজিএ (সিমা মাস্টার্স গেটওয়ে এসেসমেন্ট) পরীক্ষা দিয়ে সিমা এর ১১টা বিষয় ওয়েভার পেতে পারেন। প্রফেশনাল ফিন্যান্স/একাউন্টিং এ ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য সুখবর হলো বাংলাদেশেই এখন বিশ্বমানের এসিসিএ/এফআইএ এবং সিআইএমএ/সিবিএ শিক্ষা পাওয়া সম্ভব। বিশ্বমানের শিক্ষার জন্য আর দেশের বাইরে যাবার প্রয়োজন নাই। এলসিবিএস থেকে ফিন্যান্স/একাউন্টিং শিক্ষা গ্রহণ করে যে কেউ গড়তে পারে স্মার্ট ক্যারিয়ার। গতানুগতিক চাকরির আশায় বসে না থেকে ফিন্যান্স ও একাউন্টিং-এ স্বশিক্ষিত হয়ে উজ্জ্বল ভবিষ্যতকে ত্বরান্বিত করা সম্ভব। এলসিবিএস, ধানমন্ডি, ঢাকা। ফোনঃ ৮১৯১৩৯৩, ০১৭৪৬-৩৮৮৬৪৪ www.lcbsdhaka.ie *
-ক্যারিয়ার ডেস্ক

0 comments:

Post a Comment