Wednesday, March 2, 2011

কাস্পিয়ান সাগর

0 comments
বিশ্বের একমাত্র ভূবেষ্টিত সাগরের নাম হলো কাস্পিয়ান সাগর। কৃষ্ণ সাগরের মতো দেখতে প্রাচীন এই সাগরটির পূর্ববর্তী নাম হলো প্যারাটিথে সাগর। প্রায় ৫.৫ মিলিয়ন বছর আগে এই সাগরটিকে সম্পূর্ণ স্থলবেষ্টিত করা হয়। কাস্পিয়ান সাগরটি সাতটি দেশ দ্বারা পরিবেষ্টিত। সাগরের উত্তরে রয়েছে তুর্কেমেনিস্তান, দক্ষিণে জর্জিয়া, পূর্বে কাজাখস্তান, পশ্চিমে ইরান। এছাড়াও এর আশপাশে রয়েছে ইউরোপ মহাদেশের শক্তিশালী রাষ্ট্র রাশিয়া ও আজারবাইজান। আরব বিশ্বের অন্যতম প্রধান রাষ্ট্র জর্ডানও কাস্পিয়ান সাগরের পাশে অবস্থিত। সাতটি দেশের পানি সম্পদের ত্রাণকর্তা কাস্পিয়ান সাগরটির পানি অতি স্বচ্ছ ও শীতল। ইরানের রাজধানী তেহরান থেকে এর দূরত্ব প্রায় ১০০ কি.মি। আর তুর্কেমেনিস্তানের রাজধানী আমগাবাদ থেকে কাস্পিয়ান সাগরটির দূরত্ব ৫০০ কি.মি হলেও তুর্কেমেনিস্তানের প্রধান শহর ক্রমনোভোভস্ত থেকে এর দূরত্ব মাত্র ৫ কি.মি। সারা পৃথিবীর ৪০ থেকে ৪৪ শতাংশ স্বচ্ছ পানির উৎস হচ্ছে ক্যাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগরটি তিনটি প্রধান অঞ্চলে বিভক্ত। অঞ্চল তিনটি হলো_ উত্তর, মধ্য ও দক্ষিণ কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগরটি দেখতে আঁকাবাঁকা সর্পিল প্রকৃতির মনে হলেও এর মাঝে রয়েছে বিরল প্রজাতির হাজারও প্রাণী। ক্যাভিয়ার, সিস্টারজিয়ান, জেব্রা ম্যাছেল ও ইনভেসিভ প্রজাতির প্রাণীর জন্য কাস্পিয়ান সাগরটি বিখ্যাত। ভূবেষ্টিত এই সাগরটি অত্যন্ত চমৎকার, প্রকৃতির বিভিন্ন উপসর্গ দ্বারা সাজানো এ সাগরের আশপাশ যা কাউকেই বিমোহিত করে। মজার ব্যাপার হলো কাস্পিয়ান সাগরটি সাগর হিসেবে পরিচিত হলেও এটা মূলত একটি বৃহৎ হ্রদ।

-রিয়াজুল ইসলাম

0 comments:

Post a Comment