Saturday, March 5, 2011

আনন্দনগর, রংপুর

0 comments
বিভাগের মানুষের বিনোদনের জন্য রংপুরের পীরগঞ্জ উপজেলায় 'আনন্দনগর' নামের পিকনিক স্পটটি যাত্রা শুরু করে দু'বছর আগে। এ অঞ্চলে গড়ে ওঠা অন্য পিকনিক স্পটগুলোর তুলনায় এটিকে গড়ে তোলা হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকে। প্রায় দেড়শ' একর জমির ওপর গড়ে ওঠা আনন্দনগর পিকনিক স্পটটির প্রধান ফটকে নির্মাণ করা হয়েছে বিশাল আকৃতির কামান হাতে দাঁড়িয়ে থাকা দুই প্রহরী। ভেতরে ঢোকার পরেই দর্শনার্থীদের অভ্যর্থনা জানানোর জন্য গোলাপ ফুল হাতে দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির এক সাদা ধবধবে পরী। সামান্য এগোলে দু'দিকে দুটি পথ। কোন পথে যাবেন। পথের নির্দেশনার জন্য আরমান আলী ও হোসেন মিয়া নামের দু'জন হাত উঠিয়ে দাঁড়িয়ে আছে যাতে পথ ভুল না হয়। তারপর গ্রামবাংলার বিলুপ্তপ্রায় বিভিন্ন বিষয়ের ভাস্কর্য তৈরি করা হয়েছে, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়বে নিঃসন্দেহে। এসবের মধ্যে উলেল্গখযোগ্য সাপ-বেজি, কাঁঠালচোর শেয়াল, সূর্যমুখী ফুল, জবা ফুল, ঢেঁকিতে ধান ভানা অবস্থায় গ্রাম্য ললনা, বাঘ-হরিণ, খেজুরের রস সংগ্রহ, বাঘের গলা থেকে কাঁটা বের করা অবস্থায় বক, ঈগল পাখির সাপ শিকার, রাজহাঁস, কবুতর, ঘোড়া, গরুর দুধ দোয়ানো অবস্থায় কিষাণ-কিষাণি, পুকুরে জলকেলিরত হাঁস, কুমির, মাছ এবং আরও অনেক ভাস্কর্য। এছাড়া শিশুদের আনন্দ দিতে রয়েছে দোলনা, চরকি, ঘুরনিসহ ৯টি বড় পুকুর। বিশালাকার পুকুরগুলোতে রয়েছে স্পিডবোট ও প্যাডেলবোট। এলাকাজুড়ে আম্রকানন। এসব দৃশ্যে খুব সহজে মন ভরে ওঠে, নজর কাড়ে দৃষ্টিনন্দন ওই দৃশ্য। মনোমুগ্ধকর ওই পরিবেশে মন থাকতে চায় কিছুক্ষণ। আনন্দনগরের নির্মাণকাজ এখনও শেষ হয়নি। ব্যক্তিগত ওই পিকনিক স্পটটি গড়ে তুলছেন সাবেক সাংসদ নূর মোহাম্মদ মণ্ডল।
স্পটটি গড়ে তোলা হয়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলায়। উপজেলা সদর থেকে দূরত্ব ৯ কিলোমিটার। রংপুর-বগুড়া মহাসড়কের মিঠাপুকুর উপজেলা সদর পার হয়ে বড়দরগাহ থেকে পশ্চিম দিকে সরু পাকা সড়কে যেতে হয় প্রায় ৮ কিলোমিটার। এছাড়া রংপুরের দর্শনা হয়ে সরাসরি যাওয়া যায়, যাওয়া যায় মিঠাপুকুর থানার সীমানা শঠিবাড়ী বাসস্ট্যান্ড থেকেও। আনন্দনগরের ভাস্কর্যগুলো তৈরি করেছেন পীরগঞ্জেরই বাসিন্দা শ্রী শ্যামল চন্দ্র পাল। আনন্দনগর পিকনিক স্পটের ম্যানেজার আনোয়ারুল হক বাটুল বলেন, রংপুর অঞ্চলের মানুষকে কিছু আনন্দ দিতেই গড়ে তোলা হচ্ছে ওই পিকনিক স্পট।

-আমিনুল হক, উত্তরাঞ্চল

0 comments:

Post a Comment