Sunday, March 13, 2011

আবখাজিয়া

0 comments
জর্জিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত একটি প্রদেশ হলো আবখাজিয়া। এখানে দীর্ঘদিন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলে আসছে। এ প্রদেশটি ১৯৯২ সাল থেকে রাশিয়ার সমর্থনপুষ্ট হয়ে স্বায়ত্তশাসন ভোগ করছে। ২০০৮ সালের ৮ আগস্ট রাশিয়া ও জর্জিয়া দক্ষিণ ওশেটিয়াকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হলে আবখাজিয়া প্রদেশটিও স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু ২০০৮ সালের ১৭ আগস্ট রাশিয়ার সাথে জর্জিয়ার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে আবখাজিয়া প্রদেশটিও রাশিয়ার সমর্থনে পূর্বের ন্যায় স্বায়ত্তশাসনের আওতায় অন্তর্ভুক্ত হয়।

0 comments:

Post a Comment