Wednesday, June 8, 2011

ভেনিস

0 comments
পো এবং পিয়েভ নদীর মুখে ছোটবড় ১২০টি দ্বীপ নিয়ে ছোট্ট সাম্রাজ্য। কেউ শখ করে নাম দিয়েছে 'রা ডমিন্যান্তে'। কারও কাছে আদরের নাম 'সিটি অব লাইট।' আবার কারও পছন্দ 'সিটি অব রিজেস' নামটা। হাজার হাজার বছর ধরে হাজারো নাম রাখা হয়েছে। রোমান সভ্যতার পীঠস্থান এ অঞ্চলের চলতি নাম ভেনিস, যাকে আবার 'কুইন অব দ্য অ্যাড্রিয়াটিক'ও বলা হয়। এ শহর নানা কারণে বছরের পর বছর ধরে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে । কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন বছর পঞ্চাশেকের মধ্যে বিলীন হয়ে যাবে ঐতিহ্যমণ্ডিত এই শহরটি। ইতিহাস যেন মাখামাখি হয়ে আছে ভেনিসের প্রতিটি বাড়িতে। ৯০০ বছরের পুরনো সেন্ট মার্কস ব্রাসিলিকা আর ব্যাসিনিয়ায় ঢোকার মুখে দাঁড়িয়ে থাকা ব্রোঞ্জের ঘোড়া রোমান সম্রাটদের বিপুল বৈভবের কথা মনে করিয়ে দেয়। ভেনিসে বেড়াতে গেলে যে কেউই গন্ডোলায় সওয়ার হবেন। লম্বা লম্বা সরু নৌকার নাম এখানে গন্ডোলা। আসলে গোটা ভেনিস শহরটা জলের ওপর ভাসছে। শহরের টুকরো টুকরো অংশগুলো আদতে এক-একটা দ্বীপ। দ্বীপগুলোকে জুড়ে রেখেছে কারুখচিত বাঁকানো সেতু। সেতুর তলা দিয়ে নীল জলরাশি বয়ে চলেছে অবিরাম আর দুই পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রাচীন স্থাপত্যের নিদর্শন।
কিন্তু স্বপ্নের মতো সুন্দর এই শহরটিকেই মারাত্মক এক রোগে ধরেছে। প্রতিদিনই নাকি শহরটি একটু একটু করে তলিয়ে যাচ্ছে পানি নিচে। বিজ্ঞানীদের আশঙ্কা আগামী ৫০ বছরের মধ্যে নাকি গোটা ভেনিসই ভ্যানিশ হয়ে যাবে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের জলতল বাড়ছে। আর তাতেই নাকি ডুবছে ভেনিস। ইতোমধ্যে সেন্ট মার্কস ব্যাসিলিকা বামদিকে হেলে গেছে।

মেহেদী হাসান বাবু

0 comments:

Post a Comment