Monday, October 3, 2011

সিলজান হ্রদ

1 comments
সিলজান। বড্ড রূপসী। একটি হ্রদ। এটি সুইডেনের ষষ্ঠ বৃহত্তম হ্রদ। হ্রদ এবং হৃদ এলাকা একটি জনপ্রিয় পর্যটক-আকর্ষক স্থান। শুধু সুইডেনেই নয়, সারা ইউরোপেই এর নৈসর্গিক শোভার খ্যাতি।
মধ্য সুইডেনের ডালারনায় হ্রদটির অবস্থন। হ্রদের চিত্রময়তায় ভরা প্রকৃতি যেন হাতছানি দেয়। সূর্যাস্তের সময় মনে হয়, সূর্যটি যেন এর হলদে আভার সবটুকু নিয়ে হ্রদে নামছে, গলে পড়ছে এর সবটুকু হলুদাভ রূপমাধুরী হ্রদ-এলাকার সবটুকুজুড়ে।

গ্রীষ্মকালে হ্রদের ওপরের নীলাকাশে ঘুরে বেড়ায় উজ্জ্বল সাদাটে মেঘমালা। এতে হঠাৎ দেখায় অনেকের মনে হতে পারে কোনো রূপসী পরী যেন উড়ে যাচ্ছে দূরে, বহু দূরের দেশে। হ্রদের সুশ্যামল ও স্বচ্ছ সবুজ জলের মায়াবী টান দৃশ্যকে দান করে পরিপূর্ণতা। হেমন্তেও হ্রদের রূপ থাকে বর্ণিল ও অমলিন।
হ্রদের ধারে হেঁটে বেড়িয়ে কিংবা নৌকায় ভ্রমণ করে প্রকৃতির সুধা পান হতে পারে কারো জীবনের সবচেয়ে আনন্দঘন অভিজ্ঞতা। এতে মন ভরে, চোখ জুড়ায়। আহ! হ্রদ তুমি!
সিলজানের আয়তন প্রায় ৩৫৪ বর্গকিলোমিটার। এর সর্বোচ্চ গভীরতা ১২০ মিটার। সাগরসমতল থেকে হ্রদের উচ্চতা ১৬১ মিটার। হ্রদের তীরের সবচেয়ে বড় শহর মোরা।

-মুহাম্মদ রোকনুদ্দৌলাহ্

1 comments:

Post a Comment