Saturday, April 7, 2012

আমরা হাই তুলি কেন

0 comments
আমাদের শরীরে কাজের ফলে ক্লান্তি আসে। তাতে বাড়তি শক্তির প্রয়োজন হয়। আর শক্তি আসে শরীরে জমানো প্রটিন,চর্বি সহ বিভিন্ন জমানো জিনিস ভেঙ্গে। এগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ভাঙ্গে। তাই অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হয় যা আমরা হাই তুলে টেনে নেই।

0 comments:

Post a Comment