Wednesday, April 25, 2012

শ্রমিক দিবস

0 comments
মে দিবস
উন্নয়নের প্রধান হাতিয়ার ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলেন শ্রমিক। এই শ্রমিকের হাতের শক্তিতে কারখানার চাকা ঘুরে। তাদের শরীরের ঘামের বিনিময়ে তৈরি হয় নানা পণ্য। আর এই পণ্য দেশ-বিদেশে বিক্রির মাধ্যমে যে অর্থ আয় হয়, তা দিয়ে চলে দেশের উন্নয়ন। কিন্তু এই শ্রমিকরাই নানা কারণে আজও অবহেলিত ও অধিকার বঞ্চিত। অথচ শ্রমিকের অধিকারের জন্যই পহেলা মে শ্রমিক দিবস হিসেবে ঘোষিত হয়েছে। অধিকারের জন্যই শ্রমিক সেদিন দিয়েছিলেন বুকের তাজা রক্ত। সে ইতিহাস এখনও মনে করিয়ে দেয় শ্রমিক অধিকারের কথা। যেভাবে এলো শ্রমিক দিবস : ১৮৮৬ সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শিল্প শ্রমিকরা উন্নত পরিবেশ, নির্ধারিত নিয়ম ও আট ঘণ্টা কাজের দাবিতে হে মার্কেটের সামনে শ্রমিক সমাবেশের ডাক দেন। কিন্তু পুলিশ সেই সমাবেশ করতে দেয়নি। ফলে শ্রমিকরা এর প্রতিবাদে তিন মে আবারও হে মার্কেটের সামনে প্রতিবাদ সভার আয়োজন করেন। এতেও পুলিশ বাধা দেয়। কিন্তু শ্রমিকরা তা মানেন না। ফলে এক পর্যায়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষ বেধে যায় এবং পুলিশের গুলিতে ছয় শ্রমিক নিহত হন। এই হত্যার প্রতিবাদে হে মার্কেটের শ্রমিকরা চার মে শ্রমিক ধর্মঘটের ডাক দেন এবং সবাই হে মার্কেটের সামনে সমাবেত হতে থাকেন। হে মার্কেটের শিল্প-কারখানার মালিকরা সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটায়। ফলে বোমার আঘাতে আরও পাঁচ শ্রমিক প্রাণ হারান। এছাড়া শ্রমিক ধর্মঘট করার দায়ে যুক্তরাষ্ট্র সরকার আগস্ট স্পাইস নামে এক শ্রমিককে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। শ্রমিকের এই অধিকারের কথা ভেবেই ১৮৮৯ সালের ১৪ জুলাই অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কংগ্রেসে পহেলা মে'কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকেই সারাবিশ্বে পহেলা মে মহান শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বাংলাদেশেও প্রতি বছর এই দিবস পালিত হয়। 

লেখা :গাজী মুনছুর আজিজ

0 comments:

Post a Comment