Monday, July 2, 2012

পাঠ - ২

0 comments
১। পাল রাজাদের পর কোন বংশ রাজত্ব শুরু করে ছিল ?


উত্তর:সেন বংশ।


২। সেনরা কোথা হতে এসেছিল ?


উত্তর:দক্ষিন ভারত।


৩। সেনদের হটিয়ে কে বাংলা দখল করে ছিল ?


উত্তর:ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি।


৪। তিনি কোন দেশের সেনাপতি ছিলেন ?


উত্তর:ভাগ্যান্বেষী তুর্কি।


৫। কত খ্রিষ্টাব্দে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলা সুলতানি প্রতিষ্ঠা করেন।


(১৩৩৮ খ্রিষ্টাব্দে।


৬। সম্রাট আকবরের সেনাপতির নাম কি ছিল ?


উত্তর:মানসিংহ


৭। দিল্লিতে আকবরের পরে কে মসনদে বসেন ?


উত্তর:তার পুত্র জাহাঙ্গীর।


৮। কত সালে শায়েস্তা খান একেবারে নগদ কত টাকা ও কি পরিমাণ সোনা পাঠান ?


উত্তর:১৬৭৮ সালে ৩০ লক্ষ টাকা ও ৪ লক্ষ টাকা মূল্যের সোনা পাঠান।


৯। সুবেদার সুজা উদ্দিন কত বছর সুবাদারি করেন ?


উত্তর:১১ বছর ।


১০। তিনি দিল্লিতে কত টাকা পাঠান ?


উত্তর:প্রায় ১৪ কোটি ৬৩ লক্ষ টাকা


পাঠ-২ ঃ ইউরোপীয় শক্তির বিকাশ


১। কত সালে পর্তুগিজ নাবিক ভাস্কো-ডা-গামা দক্ষিন ভারতে পৌছেন ?


উত্তর:১৪৯৯ সালে ।


২। ভাস্কো-ডা-গামা দক্ষিন ভারতে কোন বন্দরে পৌছে ?


উত্তর:কালিকট।


৩। কত সালে ইউরোপের যুদ্ধরত বিভিন্ন দেশের মধ্যে শান্তি চুক্তি হয় ?


উত্তর:১৬৪৮ সালে।


৪। শান্তি চুক্তিটির নাম কি ?


উত্তর:ওয়েস্টফালিয়ার চুক্তি ।


৫। কোন কোন কাপড়ের আকর্ষন বেড়ে ওঠে সে সময় ?


উত্তর:বাংলার সিল্ক ও মিহি কাপড়


৬। কত সাল থেকে কত সাল পর্যন্ত ইংল্যান্ড থেকে বাংলার আয় দাড়ায় কত ?


উত্তর:১৬৮০-৮৩ সাল পর্যন্ত , ২ লক্ষ পাউন্ড ।


৭। ফরাসি পর্যটক বার্নিয়ের কত সালে তার উক্তি লিখেছেন ?


উত্তর:১৬৬৬ সালে ।


৮। বার্নিয়ের কোন দেশের পর্যটক ?


উত্তর:ফ্রান্সের ।


৯। কত সালে উইলিয়াম হুগলিতে আসেন ?


উত্তর:১৬৮২ সালে ।


১০। কত সালে জেমস স্বদেশ থেকে সৈন্য এনে প্রস্তুতি নেন ?


উত্তর:১৬৮৬ সালে।


১১। কত সাল থেকে কত সাল পর্যন্ত ইংরেজদের সাথে মোগল শক্তির বেশ খন্ড যুদ্ধ হয়।


উত্তর:১৬৮৭-১৬৯০ সাল পর্যন্ত।


১২। বাংলার ঘন ঘন কৃষক বিদ্রোহ হয় কখন ?


উত্তর:সম্রাট জাহাঙ্গীরের সময়।

0 comments:

Post a Comment