Sunday, July 15, 2012

বিশ্বের প্রাচীনতম হ্রদ 'বৈকাল'

0 comments
প্রায় দুই কোটি ৫০ লাখ বছরের পুরনো বিশ্বের প্রাচীনতম হ্রদ হলো 'বৈকাল'। এক হাজার ৬৩৭ মিটার পর্যন্ত গভীরতার এ হ্রদটিই বিশ্বের গভীরতম হ্রদ। রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত এ হ্রদটির আয়তন প্রায় ৩১ হাজার ৫০০ বর্গকিলোমিটার। ৩০০-এরও বেশি নদীর পানি এসে এই হ্রদে পড়েছে। এ হ্রদটি মৎস্য সম্পদে সমৃদ্ধ এবং এর আশপাশের অরণ্য অঞ্চল জীববৈচিত্র্যের এক বিপুল প্রাকৃতিক সম্ভার। বৈকাল হ্রদ এলাকায় এক হাজার ৭০০-এরও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আছে, যাদের দুই-তৃতীয়াংশ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। বৈকাল হ্রদের পানি প্রচুর অক্সিজেনসমৃদ্ধ। এই হ্রদের পাঁচ হাজার ফুট গভীরেও জলজ প্রাণী বাস করে। ১৯৯৬ সালে হ্রদটিকে ইউনেস্কো 'বিশ্ব ঐতিহ্যবাহী স্থান' হিসেবে ঘোষণা করে। বৈকাল হ্রদ 'সাইবেরিয়ার নীল নয়ন' বা 'সাইবেরিয়ার মুক্তা' নামেও পরিচিত।

0 comments:

Post a Comment