Saturday, July 21, 2012

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি

0 comments
কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা হলেও এই খেলার প্রথম প্রচলন ঘটে জাপানে। কাবাডি খেলাকে বাংলাদেশে 'হাডুডু' খেলাও বলা হয়। বিভিন্ন উৎসব উদ্যাপনে এ দেশের গ্রামেগঞ্জে কাবাডি খেলার আয়োজন করা হয়ে থাকে। ১৯৭২ সালে হাডুডুকে কাবাডি নামকরণ করা হয় এবং বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কাবাডি খেলার মাঠের দৈর্ঘ্য ১২ দশমিক ৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার। মেয়েদের কাবাডি খেলার মাঠের দৈর্ঘ্য ১১ মিটার এবং প্রস্থ আট মিটার। ১৯৮৫ সালে কাবাডি খেলা সর্বপ্রথম সাফ গেমসে অন্তর্ভুক্ত হয়। লোনা ও লবি এই দুটি শব্দ কাবাডি খেলায় ব্যবহৃত হয়ে থাকে। কাবাডি খেলায় মোট ১৪ জন খেলোয়াড় থাকে। একজন রেফারি, দুজন অ্যাম্পায়ার, একজন স্কোরার ও দুজন সহ-স্কোরার। এ ছাড়া মোট ছয়জন কাবাডি খেলা পরিচালনা ও ফলাফল নির্ধারণে যুক্ত থাকে। পাঁচ মিনিট বিরতিসহ মোট ৪৫ মিনিটে কাবাডি খেলা সম্পন্ন হয়ে থাকে।

0 comments:

Post a Comment