Saturday, July 21, 2012

দ্বিতীয় বিশ্বযুদ্ধ

0 comments
যুদ্ধ মানেই বিভীষিকা, যুদ্ধ মানেই ধ্বংসযজ্ঞ, যুদ্ধ মানেই লাখো মূল্যবান প্রাণের অপচয়। মানব সভ্যতার ইতিহাসে এমন একটি ভয়াবহ যুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বের সর্ববৃহৎ এই যুদ্ধ ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত ছয় বছর ধরে চলে। এই যুদ্ধের এক পক্ষে ছিল জার্মানি, ইতালি ও জাপান- যাদের বলা হয় অক্ষশক্তি। আর অন্য পক্ষে ছিল যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও পোল্যান্ড- যাদের বলা হয় মিত্রশক্তি। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানির নাৎসি বাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা ঘটে। যুদ্ধের প্রথম দিকে সোভিয়েত রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন যুক্ত ছিল না। সোভিয়েত ইউনিয়ন জার্মানির সঙ্গে যেকোনো ধরনের আক্রমণ থেকে বিরত থাকার মর্মে 'অনাক্রমণ চুক্তি' নামে একটি চুক্তি সম্পাদন করেছিল। কিন্তু ১৯৪১ সালের ২২ জুন জার্মানি এই চুক্তি ভঙ্গ করে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে। ফলে সোভিয়েত ইউনিয়নও যুদ্ধে জড়িয়ে পড়ে। অন্যদিকে জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করে। ফলে ১৯৪১ সালের ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্র মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধেই সভ্যতার ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বোমার ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুটো পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। ১৯৪৫ সালে জার্মানি ও জাপান উভয় দেশের নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। অক্ষশক্তির মূল নেতা এডলফ হিটলার তাঁর বাংকারে আত্মহত্যা করেন। এই ভয়াবহ যুদ্ধে আনুমানিক ছয় কোটি ২০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে প্রায় অর্ধেকই ছিল সোভিয়েত রাশিয়ার নাগরিক।

0 comments:

Post a Comment