Saturday, July 21, 2012

ডুলাহাজারা সাফারি পার্ক

0 comments
চিড়িয়াখানায় জীব-জন্তুদের বন্দি অবস্থায় রাখা হয়, কিন্তু সাফারি পার্কে প্রাণীরা থাকে মুক্ত অবস্থায়। সাফারি পার্ক হলো সরকার ঘোষিত সংরক্ষিত এলাকা, যেখানে বণ্য প্রাণীদের প্রাকৃতিক পরিবেশে প্রতিপালন করা হয়। এই পার্কের মধ্যে দেশি-বিদেশি বন্য প্রাণীর বংশবৃদ্ধি ও অবাধ বিচরণের সুযোগ করে দেওয়া হয়। সাফারি পার্কে পর্যটকদের হেঁটে বা বাহনে করে টিকিটের বিনিময়ে ঘুরে দেখার সুযোগ থাকে। এ রকম একটি পার্ক হলো ডুলাহাজারা সাফারি পার্ক। এর আয়তন ৯০০ হেক্টর। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ডুলাহাজারা রিজার্ভ ফরেস্টে এই সাফারি পার্কটি অবস্থিত। প্রাকৃতিক শোভামণ্ডিত নির্জন উঁচু-নিচু টিলা, হ্রদ, চিরসবুজ বনের জানা-অজানা গাছ-গাছালি, ফলদ-ভেষজ উদ্ভিদ ও লতার অপূর্ব সমাহার ও ঘন আচ্ছাদনে গড়ে উঠেছে সাফারি পার্কটি। পার্কের চারদিকে বেষ্টনী রয়েছে, যাতে বন্য প্রাণী পার্কের বাইরে যেতে না পারে। পার্কের ভেতরেও আলাদা আলাদা বেষ্টনী রয়েছে। এই বেষ্টনীর ভেতরে বাঘ, সিংহ ও তৃণভোজী প্রাণী প্রাকৃতিক পরিবেশে বসবাস করে। প্রধান ফটকের বাম পাশে রয়েছে একটি ডিসপ্লে ম্যাপ। অতি অল্প সময়ে পার্কের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে ধারণা পাওয়ার জন্য ম্যাপটি কার্যকর। পার্কের ভেতরে বাঘ-সিংহসহ অন্যান্য প্রাণী পর্যবেক্ষণের জন্য রয়েছে পর্যবেক্ষণ টাওয়ার ও প্রহরা পোস্ট।

0 comments:

Post a Comment