Tuesday, July 24, 2012

বিগ ব্যাঙ বা মহাবিস্ফোরণ তত্ত্ব

0 comments
আমাদের পৃথিবীসহ পুরো মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে তা নিয়ে নানা ধরনের ব্যাখ্যা দেখা যায়। বিভিন্ন ধর্মের অনুসারীরা ভিন্ন ভিন্ন মতামত দিয়ে থাকেন। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও সর্বাধিক গ্রহণযোগ্য একটি মত রয়েছে। মহাবিস্ফোরণ তত্ত্ব হলো মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানীদের দেওয়া একটি বৈজ্ঞানিক তত্ত্ব। এই তত্ত্বানুসারে আজ থেকে প্রায় ১৩.৭ বিলিয়ন বছর আগে এই মহাবিশ্ব একটি অতি ঘন ও উত্তপ্ত অবস্থার বিস্ফোরণ থেকে সৃষ্টি হয়েছিল। এই তত্ত্বে বলা হয়, কোনো ধারাবাহিক প্রক্রিয়ায় নয়, একটি বিশেষ মুহূর্তে মহাবিশ্বের উদ্ভব। বিজ্ঞানী এডুইন হাবল প্রথম বলেন, দূরবর্তী ছায়াপথগুলোর বেগ সামগ্রিকভাবে পর্যালোচনা করলে দেখা যায় এরা পরস্পর দূরে সরে যাচ্ছে; অর্থাৎ মহাবিশ্ব ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বিশ্লেষণ করে দেখা যায়, সমগ্র মহাবিশ্ব একটি সুপ্রাচীন বিন্দু অবস্থা থেকে উৎপত্তি লাভ করেছে। এই অবস্থায় সব পদার্থ এবং শক্তি অতি উত্তপ্ত ও ঘন অবস্থায় ছিল। কিন্তু এ অবস্থার আগে কী ছিল তা নিয়ে পদার্থবিজ্ঞানীদের মধ্যে কোনো ঐকমত্য নেই।


সম্পাদনা : তৈমুর ফারুক তুষার

0 comments:

Post a Comment