Sunday, July 15, 2012

নায়াগ্রা জলপ্রপাত, উত্তর আমেরিকা

0 comments
নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর ওপর অবস্থিত বিশ্বের সবচেয়ে নয়নাভিরাম জলপ্রপাত। তিনটি পাশাপাশি অবস্থিত আলাদা জলপ্রপাত নিয়ে নায়াগ্রা জলপ্রপাত গঠিত। তিনটি জলপ্রপাতের নাম_হসশু ফলস বা কানাডা ফলস, আমেরিকান ফলস ও ব্রাইডাল ভিল ফলস। কানাডা ফলসের আকার ঘোড়ার খুড়ের মতো। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান। নায়াগ্রা কথাটির অর্থ জলরাশির বজ্রধ্বনি। ১৮ শতকের দিকে নায়াগ্রা জলপ্রপাতে পর্যটকদের আগমন শুরু হয়। ১৮৪৮ সালের মার্চে বরফের কারণে নায়াগ্রা জলপ্রপাত বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত এই জলপ্রপাতে কোনো পানি পড়েনি। ফলে জলবিদ্যুৎ কারখানার চাকা বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় অনেক কারখানা বন্ধ রাখতে হয়। এ জলপ্রপাত যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। আমেরিকাতে জলপ্রপাতটি পেছন থেকে দেখতে হয়। কানাডাতে সরাসরি সামনে থেকে সম্পূর্ণ জলপ্রপাত ভালোভাবে দেখা যায়। কানাডা ফলস প্রায় ১৭৩ ফুট উঁচু এবং দুই হাজার ৬০০ ফুট চওড়া। কানাডা ফলসে অবস্থিত বিশেষ গেটের সাহায্যে পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়।


0 comments:

Post a Comment