Saturday, July 21, 2012

চীনের মহাপ্রাচীর

0 comments
বাড়ির চারদিকে প্রাচীর দিয়ে আমরা নিজেদের নিরাপত্তা জোরদার করে থাকি। কিন্তু প্রাচীর দিয়ে একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করার কথা কি ভাবা যায়? ৬৫৩২ কিলোমিটার লম্বা এবং পাঁচ থেকে আট মিটার উঁচু এ রকমই একটি প্রাচীর নির্মাণ করা হয় চীনে। এটি চীনের মহাপ্রাচীর নামে পরিচিত। এই মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। শত্রুর হাত থেকে চীনের উত্তর সীমান্ত রক্ষার জন্য পাথর ও মাটি দিয়ে এটি নির্মাণ করা হয়। এটি সাংহাইপাস থেকে শুরু হয়ে শেষ হয়েছে লোপনুর নামক স্থানে। খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে এই প্রাচীর নির্মাণ শুরু হয়। বিভিন্ন সময়ে শাসকরা এই প্রাচীর নির্মাণ অব্যাহত রাখেন। এর মধ্যে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াঙের অধীনে নির্মিত প্রাচীরটিই সবচেয়ে বিখ্যাত। এটি বর্তমান প্রাচীরের অনেক উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে। বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। প্রাচীরটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি আছে। চৌকিগুলো অস্ত্র সংরক্ষণ, সেনাবাহিনীর আবাসন এবং শত্রু দেখে সংকেত প্রদানে কাজে লাগত। পর্যবেক্ষণের সুবিধার জন্য পাহাড়সহ অন্যান্য উঁচুস্থানে সংকেত টাওয়ার স্থাপন করা হয়েছিল।



0 comments:

Post a Comment