Sunday, July 15, 2012

বাংলাদেশের প্রথম জাদুঘর 'বরেন্দ্র জাদুঘর'

0 comments
বরেন্দ্র গবেষণা জাদুঘরটি রাজশাহী মহানগরের কেন্দ্রস্থল হেতেমখাঁতে অবস্থিত। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর। প্রত্নতত্ত্ব সংগ্রহের দিক থেকে জাদুঘরটি দক্ষিণ এশিয়ার অন্যতম সংগ্রহশালা। এই প্রত্ন সংগ্রহশালাটি ১৯১৩ সালে ব্যক্তিগত উদ্যোগে স্থাপিত হয়। বরেন্দ্র জাদুঘর প্রতিষ্ঠায় নাটোরের দিঘাপাতিয়ার রাজপরিবারের জমিদার শরৎ কুমার রায়, আইনজীবী অক্ষয় কুমার মৈত্র এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রামপ্রসাদ চন্দ্র উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। ১৯১০ সালে তাঁরা বাংলার ঐতিহ্য ও নিদর্শন সংগ্রহ এবং সংরক্ষণের জন্য 'বরেন্দ্র অনুসন্ধান সমিতি' গঠন করেন। ওই বছরে তাঁরা রাজশাহীর বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে ৩২টি দুষ্প্রাপ্য নিদর্শন সংগ্রহ করেন। এই নিদর্শনগুলো সংরক্ষণ করার জন্য শরৎ কুমার রায়ের দান করা জমিতে জাদুঘরটির নিজস্ব ভবন নির্মাণের কাজ শেষ হয় ১৯১৩ সালে। এ বছরই ১৩ নভেম্বর বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন। জাদুঘরটিতে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে। মহেনজোদারো সভ্যতা থেকে সংগৃহীত প্রত্নতত্ত্ব, পাথরের মূর্তি, ভৈরবের মাথা, গঙ্গামূর্তিসহ অসংখ্য মূর্তি এই জাদুঘরের অমূল্য সংগ্রহের অন্তর্ভুক্ত। ১৯৬৪ সালে জাদুঘরটি বন্ধ হওয়ার উপক্রম হলে এ বছরের ১০ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটি অধিগ্রহণ করে। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটি পরিচালনা করে থাকে।

0 comments:

Post a Comment