Monday, July 30, 2012

সুপারনোভা

0 comments
সুপারনোভা এক ধরনের নাক্ষত্রিক বিস্ফোরণ, যা প্রচণ্ড উজ্জ্বল এবং এত বেশি আলো উদ্গিরিত করে যে তা একটি সম্পূর্ণ গ্যালাক্সির উজ্জ্বলতাকে প্রায়ই ছাড়িয়ে যায়। একটি সুপারনোভা এত বেশি শক্তি নির্গত করতে পারে যে তা আমাদের সূর্য হয়তো তা সারা জীবনেও নির্গত করতে পারবে না। বিস্ফোরণের সময় এর অভ্যন্তরস্থ তারার সব পদার্থ সেকেন্ডে প্রায় ৩০ হাজার কিলোমিটার বেগে বাইরের দিকে ছুড়ে মারে। পাশে অবস্থিত সব আন্তনাক্ষত্রিক মাধ্যমে প্রচণ্ড শকওয়েব বয়ে নিয়ে যায়। এ শকওয়েব কয়েক আলোক বর্ষ দূর পর্যন্ত সুপারনোভা বিস্ফোরণের ধুলাবালি ও ধোয়া বয়ে নেয়।
আমাদের মিল্কি-ওয়ের মতো সাইজের গ্যালাক্সিতে প্রতি ৫০ বছরে একটি করে সুপারনোভা সংঘটিত হতে পারে। ১৮৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম একজন চাইনিজ জ্যোতির্বিজ্ঞানী সুপারনোভা পর্যবেক্ষণ করেন। আকাশের সবচেয়ে উজ্জ্বল সুপারনোভা ছিল SN1006। সবচেয়ে বেশি পর্যবেক্ষণ করা সুপারনোভার নাম SN1054। আমাদের গ্যালাক্সিতে সর্বশেষ সংঘটিত দুটি সুপারনোভা SN1572 ও SN1604 খালি চোখেই দেখা গিয়েছিল। প্রতিটি সুপারনোভার নামের প্রথমে ঝঘ এবং পরবর্তী সময়ে বছরের নাম এবং এর সঙ্গে বিভিন্ন ইংরেজি বর্ণমালা ব্যবহার করা হয়। বছরের প্রথম ২৬টি আবিষ্কৃত সুপারনোভার নামের সঙ্গের অ থেকে ত পর্যন্ত বড় হাতের অক্ষর বসানো হয়। পরবর্তী সময়ে আবিষ্কৃত সুপারনোভাগুলোর নামের সঙ্গে ছোট হাতের অক্ষর জোড়ায় জোড়ায় অর্থাৎ aa, ab, ac-এভাবে ব্যবহৃত হয়। এখন প্রায় প্রতিবছরই প্রচুর সুপারনোভা আবিষ্কৃত হয়। ২০০৫ সালে ৩৬৭টি, ২০০৬ সালে ৫৫১টি, ২০০৭ সালে ৫৭২টি সুপারনোভা আবিষ্কৃত হয়েছিল। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, ৪৪৩.৭ মিলিয়ন বছর আগে পৃথিবীর সবচেয়ে কাছে প্রায় ১০০ আলোক বর্ষের কিছু কম দূরত্বে একটি সুপারনোভার বিস্ফোরণ হয়েছিল। যা পৃথিবীতে বয়ে এনেছিল অর্ডোভিসিয়ান অভিশাপ। যার কারণে পৃথিবীর সমুদ্র থেকে প্রায় ১০০ পরিবার বিলুপ্তিসহ প্রায় ৬০ শতাংশ প্রাণীর মৃত্যু হয়।

0 comments:

Post a Comment