Monday, July 16, 2012

দাবা খেলা

0 comments
দাবা একটি জনপ্রিয় খেলা, যা ৬৪টি বর্গাকৃতির ঘর সম্পন্ন একটি বোর্ডের উপর দুজন খেলোয়াড় খেলে থাকেন। দাবা খেলায় ১৬টি সাদা ও সমসংখ্যক কালো মোট ৩২টি ঘুঁটি থাকে। দাবা খেলার জন্ম ভারতবর্ষে বলেই প্রচলিত ধারণা। এ ছাড়াও ইরানে তৃতীয় শতাব্দীতে প্রচলিত শতরঞ্জ এবং চীনে দ্বিতীয় শতাব্দীতে প্রচলিত শিয়াংছি নামক খেলাকে দাবার পূর্বসূরী হিসেবে গণ্য করার পক্ষেও মতামত আছে। প্রাচীন ভারতীয় খেলা হিসেবে দাবার সংস্কৃত শব্দ শতরঞ্জ খেলাটি পরিবর্তিতরূপে পঞ্চদশ শতকের মাঝামাঝি সময়ে ইউরোপে পরিমার্জিত হয়ে বর্তমান পর্যায়ে এসেছে। ক্রীড়াবিদরা দাবায় কৌশল এবং বুদ্ধিমত্তা প্রয়োগে খেলাটির ধারাই পরিবর্তন করে দিয়েছেন। অনেক বছর ধরে দাবা খেলায় কম্পিউটারের প্রোগ্রামের সহযোগিতা নিচ্ছেন দাবাড়ুরা। এ রকম একটি প্রোগ্রাম ডিপ-ব্লু। এটিই প্রথম যন্ত্রচালিত প্রোগ্রাম, যা ১৯৯৭ সালে তৎকালীন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে পরাজিত করে। বিশ্ব দাবা প্রতিযোগিতায় ১৮৮৬ সালে প্রথম অফিসিয়ালি শিরোপাধারী হন উইলিয়াম স্টেইনজ।

0 comments:

Post a Comment