Monday, July 16, 2012

বাংলাদেশে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড

0 comments
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষলগ্নে ১৪-১৫ ডিসেম্বর পাকিস্তানী সেনাবাহিনী এবং তাদের এ দেশীয় সহযোগী আলবদর বাহিনী বাঙালি বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে। বাঙালি জাতিকে একটি মেধাশূণ্য জাতিতে পরিণত করতে এই হত্যাকাণ্ড চালানো হয়। এ সময় ঢাকাসহ সারা দেশে অসংখ্য শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের বাড়ি থেকে ডেকে রাতের অন্ধকারে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই আলবদর বাহিনীর কর্মীরা এসব বুদ্ধিজীবীকে ধরে নিয়ে যাওয়ার কাজটি করেন। কারণ আলবদর বাহিনীর সদস্যরা এ দেশের নাগরিক হওয়ায় তারা বুদ্ধিজীবীদের বাসা ও অবস্থান ভালোভাবে জানতেন। বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত-বিক্ষত ও বিকৃত লাশ রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের লাশ শনাক্তও করা যায়নি, অনেকের লাশ খুঁজেই পাওয়া যায়নি। এই হত্যাকাণ্ডের কালো দিনগুলোর স্মরণে প্রতি বছর বাংলাদেশ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। বুদ্ধিজীবী হত্যার স্মরণে ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে।

0 comments:

Post a Comment