Monday, July 30, 2012

অপারেশন সার্চলাইট

0 comments
অপারেশন সার্চলাইট (Operation Searchlight) ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মধ্যমে তারা ১৯৭১-এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন দমন করতে চেয়েছিল। এই গণহত্যা ছিল পশ্চিম পাকিস্তানি শাসকদের আদেশে পরিচালিত, যা ১৯৭০-এর নভেম্বরে সংঘটিত অপারেশন বি্লটজ্-এর পরবর্তী অনুষঙ্গ। অপারেশনটির আসল উদ্দেশ্য ছিল ২৬ মার্চের মধ্যে সব বড় শহর দখল করে নেওয়া এবং রাজনৈতিক ও সামরিক বিরোধীদের এক মাসের ভেতর নিশ্চিহ্ন করে দেওয়া। বাঙালিরা তখন পাল্টা প্রতিরোধ সৃষ্টি করে, যা পাকিস্তানি পরিকল্পনাকারীদের ধারণার বাইরে ছিল। মের মাঝামাঝি সময়ে সব বড় শহরের পতন ঘটার মধ্যে দিয়ে অপারেশন সার্চলাইটের মূল অংশ শেষ হয়। এই সামরিক আক্রমণ ১৯৭১ সালের গণহত্যাকে ত্বরান্বিত করে। এই গণহত্যা বাঙালিদের ক্রুদ্ধ করে তোলে; যে কারণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় এবং বহু মানুষকে শরণার্থী রূপে ভারতে আশ্রয় নিতে হয়।
এই ভয়াবহ গণহত্যা ১৯৭১-এর ইন্দো-পাকিস্তান যুদ্ধকে ত্বরান্বিত করার পেছনের একটি বড় কারণ, যার ফলে বাঙালি মুক্তিবাহিনী দখলদার পাকিস্তানি বাহিনীকে বিতাড়িত করার যুদ্ধে লিপ্ত হয় এবং এর ফলাফল স্বরূপ পাকিস্তানি সেনাবাহিনী ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ড 'মিত্র বাহিনী'র কাছে বিনাশর্তে আত্মসমর্পণ করে।

0 comments:

Post a Comment