Sunday, August 19, 2012

সোনারং জোড়া মঠ, টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ

0 comments
সোনারং জোড়া মঠ বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর অন্যতম সেরা প্রত্নতত্ত্ব নিদর্শন। ঢাকার অদূরে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামে এটি অবস্থিত। জানা যায়, জোড়া মঠ হিসেবে পরিচিতি লাভ করলেও মূলত এটি জোড়া মন্দির। মন্দিরের একটি প্রস্তরলিপি থেকে দেখা যায়, এলাকার রূপচন্দ্র নামে হিন্দু লোক বড় কালীমন্দিরটি ১৮৪৩ সালে ও ছোট মন্দিরটি ১৮৮৬ সালে নির্মাণ করেন। ছোট মন্দিরটি মূলত শিবমন্দির। বড় মন্দিরটির উচ্চতা প্রায় ১৫ মিটার। মন্দির দুটির মূল উপাসনালয় কক্ষের সঙ্গে রয়েছে বড় মন্দিরের ১.৯৪ ও ছোট মন্দিরের ১.৫ মিটার বারান্দা। এ ছাড়া মন্দিরের সম্মুখ অংশে রয়েছে বেশ বড় আকারের একটি পুকুর। বড় মন্দিরটি তৈরির সময় এ পুকুরটি তৈরি করা হয়। মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামের এক ছায়া-সুনিবিড় পরিবেশে অষ্টাদশ শতাব্দীর স্থাপত্যশৈলীর এক অপূর্ব প্রত্নতত্ত্ব নিদর্শন এ মঠটি। সোনারং গ্রামে এক সময় হিন্দু সম্প্রদায়ের একচ্ছত্র আধিপত্য ছিল। মন্দিরের সুউচ্চ শিখরে দণ্ডায়মান ত্রিশূলটি অনেকটা বাঁকা। মন্দিরের দেয়ালের রং বর্তমানে বিবর্ণ হয়ে গেছে। ফাটল ধরেছে মূল স্তম্ভে। পরগাছায় ছেয়ে গেছে মন্দিরটি। প্রত্নতত্ত্ব বিভাগ মন্দিরের পাশে একটি সাইনবোর্ড স্থাপন ছাড়া তেমন কিছুই করেনি।
*জগদীশ কুমার দাস

0 comments:

Post a Comment