Tuesday, August 14, 2012

নীল চাঁদ

0 comments
নীল চাঁদ! বিস্ময় বটে। কখনও কখনও চাঁদ ঈষৎ লালচে হয়। কিন্তু নীল চাঁদ দেখেছি কি কেউ, কখনও? আগামী ৩১ আগস্ট রাতের আকাশে দেখা যাবে নীল চাঁদ। মূলত প্রতি মাসে একটি পূর্ণিমা পাওয়া যায়। কিন্তু সৌরবছরের সঙ্গে চন্দ্রবছরের ১১ দিনের ফারাক। সে কারণে প্রতি প্রায় পৌনে তিন বছর পর এমন একটি মাস পাওয়া যায়, যে মাসে পূর্ণিমা হয় একটির বদলে দুটি। এই দ্বিতীয় পূর্ণিমাটিকে বলা হয় বল্গু মুন বা নীল চাঁদ। এরপর রাতের আকাশে নীল চাঁদ দেখা যাবে ২০১৫ সালের ৩১ জুলাই। আচ্ছা, ৩১ আগস্ট ভরা 'পূর্ণিমা'র ওই রাতে জোছনাও কি নীল হবে, ভেসে যাবে নদী?
নীল চাঁদের জোছনা উপভোগ করার জন্য বিজ্ঞান সংগঠন ডিসকাশন প্রজেক্ট বিশেষ এক আয়োজন করছে। ওই রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাড়ে বসবে সংগঠনটির বিশেষ ক্যাম্প, 'নীল জোছনা'। নদীর ওপর জাহাজের ডেকে ইলেকট্রনিক স্ক্রিনে দেখানো হবে বিজ্ঞানভিত্তিক সিনেমা। মানুষের চন্দ্রজয়ের বাসনা ও বাস্তবতার ইতিহাস নিয়ে আলোচনা হবে। চাঁদ নিয়ে নানান প্রশ্ন আলোচিত হবে ওই আড্ডায়। চাঁদের যেদিকটা মুখ ফিরিয়ে আছে পৃথিবীর দিকে, সেখানে কেন লোহার পরিমাণ কম? জল আর বাষ্প কেন নেই এই দিকটাতে? আর চাঁদের উল্টোদিকটা কেমন? সেখানে হিমশীতল অবস্থা। তাহলে পৃথিবীর অভিমুখে থাকা অঞ্চল থেকে জলের কণারা কি 'আত্মগোপন' কিংবা 'আশ্রয়'-এ আছে উল্টোদিকে? এছাড়া নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে চাঁদ থেকে ঘুরে আসা নভোচারী এডউইন অলড্রিনের স্বপ্ন 'গন্তব্য নক্ষত্র' নিয়ে কথা হবে। নীল চাঁদ দেখতে তাই নীল তাঁবুর নিচে নদীর পাড়ই নৈসর্গিক পল্গাটফর্ম।' নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার তীরে নীল জোছনায় স্নানের আহ্বান রইল। যোগাযোগ : ০১৯২০৮৯৭৩৩০

0 comments:

Post a Comment