Monday, August 13, 2012

শাহবাগ, ঢাকা

0 comments
National Museum
শাহবাগ রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রের অত্যন্ত ব্যস্ত একটি এলাকা। বর্তমানে এই এলাকাটি দেখলে বোঝার উপায় নেই এই এলাকাটিতে একসময় ছিল 'বাগ-ই-বাদশাহী' অর্থাৎ বাদশাহদের বাগান। মোগল আমলে সুবিশাল এলাকাজুড়ে এই বাগান গড়ে উঠেছিল। কালের বিবর্তনে এটির মালিক হয় ঢাকার নবাব পরিবার। ১৮৭৩ সালে নওয়াব আবদুল গনি নিজের অবসর কাটাতে এই এলাকায় একটি বাগানবাড়ি তৈরির কাজ শুরু করেন। মোগলদের 'বাগ-ই-বাদশাহী' অনুকরণে নওয়াব গনি তাঁর বাগানবাড়ির নাম দেন 'শাহবাগ'। বাগানবাড়িটির মধ্যে অনেক সুদৃশ্য অট্টালিকা, ফোয়ারাসহ পুকুর, বাঁধানো চত্বর ছিল। সবচেয়ে আকর্ষণীয় ভবন ছিল 'ইশরাত মঞ্জিল'। বাগানবাড়িটিতে একটি জলসাঘর ছিল, যেখানে নওয়াবদের মনোরঞ্জনের জন্য নাচের আসর বসত। এই জলসাঘরটিই বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'মধুর ক্যান্টিন' নামে পরিচিত। ভবনটির মেঝে ও চারদিকে প্রশস্ত অঙ্গন ছিল মার্বেল পাথরে বাঁধানো। নওয়াব পরিবারের লোকেরা এখানে স্কেটিং অনুশীলন করত বলে ভবনটিকে 'স্কেটিং প্যাভিলিয়ন'ও বলা হতো। বর্তমানে কাঁটাবনের দিকে ছিল বাগানবাড়ির আস্তাবল। এখানে নওয়াবদের ঘোড়াসহ 'রেসকোর্স ময়দানে' ঘোড়দৌড়ের সময় বিভিন্ন ঘোড়া রাখা হতো। এই বাগানবাড়িটির ভেতরে 'নিশাত মঞ্জিল' নামে একটি ভবনে ছিল দুর্লভ বস্তুর পারিবারিক জাদুঘর। নওয়াবদের জৌলুস কমার সঙ্গে সঙ্গে শাহবাগও তার জৌলুস হারাতে থাকে। কালের পরিক্রমায় এটি বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে।

0 comments:

Post a Comment