Tuesday, August 7, 2012

চাকমাদের বিজু উৎসব

0 comments
ভোরের আলো ফোটার আগেই চাকমা নারী-পুরুষরা বাড়ি থেকে বেরিয়ে যায় ফুল তোলার কাজে। নিজের বাগান, পাড়া-প্রতিবেশীর বাগান যেখান থেকেই হোক, তারা ফুল জোগাড় করবেই। এই দিন অন্যের বাগানের ফুল চুরিও অপরাধ নয়। এই ফুল দিয়ে তাদের দেবতাকে পূজা দেওয়া হয়। আর এসবই করা হয় চাকমাদের প্রধান ধর্মীয় উৎসব বিজুর দিনে। বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করা হয়। বাংলা বছরের প্রথম দিনকে বলা হয় ফুল বিজু এবং শেষ দিনকে বলা হয় চৈত্রসংক্রান্তি বা মূল বিজু। ফুল বিজুর দিন সকালবেলা চাকমারা ঘর-বাড়ি পরিষ্কার করে ফুল দিয়ে সাজায়, বুড়ো-বুড়িদের গোসল করায়, নতুন কাপড় দেয়। রাতে বসে পরের দিনের পাঁচন তরকারি রান্নার জন্য সবজি কাটতে বসে। এই হলো অনেক রকমের সবজি একসঙ্গে মিশেলে রান্নার পদ, যা কমপক্ষে পাঁচটি এবং বেশি হলে ৩২ রকম সবজির মিশেলে রান্না করা হয়। মূল বিজুর দিন চাকমা তরুণ-তরুণীরা খুব ভোরে উঠে কলাপাতায় করে কিছু ফুল পানিতে ভাসিয়ে দেয়। তারপর সবাই বিশেষ করে ছোটরা নতুন জামাকাপড় পরে বাড়ি বাড়ি ঘুরতে থাকে। পরের দিন নতুন বছর বা 'গোর্য্যাপোর্য্যা' যার গড়িয়ে পড়ার দিন। নতুন বছরের এই দিনে সবাই মন্দিরে যায়, খাবার দান করে, ভালো কাজ করে, বৃদ্ধদের কাছ থেকে আশীর্বাদ নেয়।

0 comments:

Post a Comment