Sunday, August 12, 2012

সার্কাস

0 comments
সার্কাস শব্দটির অর্থ দাঁড়ায় গোলাকৃতি চত্বর। অনেক সময় চারদিক থেকে পথ এসে যেখানে মিলিত হয়েছে তাকেও সার্কাস বলে। তবে সার্কাস বলতে এখন প্রায় সবাই বুঝে থাকে জীবজন্তু ও মানুষের শারীরিক কসরত বা খেলাকে। হাতি, ঘোড়া, বাঘ-ভাল্লুক, সিংহসহ নানা প্রাণী থাকে সার্কাসের দলগুলোতে। বিশ্বজুড়েই ভীষণ জনপ্রিয় এই সার্কাস। বাংলাদেশেও সার্কাস অত্যন্ত জনপ্রিয়। বিভিন্ন উৎসব বা মেলায় এই সার্কাসের শো অনুষ্ঠিত হতে দেখা যায়। প্রাচীনকাল থেকেই বিনোদনের জন্য মানুষ নানা ধরনের খেলা বা শোর আয়োজন করত। প্রাচীন গ্রিসে বিনোদনের জন্য রথ দৌড়, গ্লাডিয়েটরদের যুদ্ধ, বিভিন্ন প্রাণীর নানা খেলা আয়োজন করা হতো। কিন্তু সেটা বর্তমান সার্কাসের আদলে ছিল না। বর্তমানের এই সার্কাসের সূচনা করেন ইংল্যান্ডের ফিলিপ অ্যাসলে নামের এক দক্ষ ঘোড়সওয়ার। ১৭৬৮ সালের জানুয়ারিতে তাঁর প্রথম শো অনুষ্ঠিত হয়। তবে তখন এই শোর নাম সার্কাস ছিল না। ১৭৮২ সালের নভেম্বরে বিখ্যাত রয়াল সার্কাসের অন্যতম প্রতিষ্ঠাতা চার্লস ডিবডিন প্রাণীনির্ভর এই বিনোদন প্রদর্শনীর নাম 'সার্কাস' রাখেন। এই সার্কাসই পরবর্তী সময় বিশ্বব্যাপী বিনোদন শো হিসেবে ছড়িয়ে পড়ে। বর্তমানে প্রশিক্ষত বিভিন্ন প্রাণী ছাড়াও মানুষের নানা শারীরিক কসরত প্রদর্শন করা হয় সার্কাসগুলোতে। দর্শকদের বিনোদনের লক্ষ্যে সার্কাসে কসরত প্রদর্শনকারীরা নানা ধরনের ঝুঁকি নিয়ে খেলা দেখিয়ে থাকে। অনেক সময় এই ঝুঁকিপূর্ণ খেলা দেখাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনাও ঘটে।

0 comments:

Post a Comment