Friday, September 21, 2012

ক্রিকেট বিশ্বকাপ

0 comments


বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় খেলা ক্রিকেট। বিশেষ করে আগে যেসব দেশে ব্রিটিশদের শাসন ছিল সেখানে ক্রিকেট ব্যাপক জনপ্রিয় একটি খেলা। আর ব্যাপক জনপ্রিয় এই খেলাকে নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি আয়োজন করে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা। প্রতি চার বছর পরপর বসে ক্রিকেটের এই জনপ্রিয় আসর। ক্রিকেটের জন্মের মতোই বিশ্বকাপ ক্রিকেটের যাত্রাও শুরু হয় ইংল্যান্ডে। ১৯৭৫ সালে ইংল্যান্ডে প্রথম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়। প্রথম বিশ্বকাপে মোট আটটি দল অংশগ্রহণ করে। অস্ট্রেলিয়াকে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০১১ সালে। এটি ছিল বিশ্বকাপ ক্রিকেটের দশম আসর। এই আসরটি ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ। মোট ১৪টি দেশ দশম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেয়। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দশম বিশ্বকাপ ক্রিকেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই আসরে চ্যাম্পিয়ন হয় ভারত। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। তারা মোট চারবার বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা তিনবার চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে মজার ব্যাপার হলো, ইংল্যান্ড ক্রিকেটের জন্ম দিলেও তারা এখনো বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হতে পারেনি।

0 comments:

Post a Comment