Monday, October 8, 2012

স্বর্ণ বিষয়ে মজার তথ্য

0 comments
* মধ্যযুগে আলকেমিরা বিভিন্ন ধাতুকে স্বর্ণে রূপান্তর করার ব্যর্থ প্রয়াস চালিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েই কিনা জানা যায়নি, তবে স্যার আইজাক নিউটনও সময় ব্যয় করেছিলেন স্বর্ণ তৈরির আশায়।

* স্বর্ণ অভিযান শুরু করলেও আগস্টাস বা মার্শাল কেউ-ই নিজেদের জন্য তেমন কোনো স্বর্ণ সংগ্রহ করতে পারেননি। দু'জনকেই গরিব অবস্থায় মরতে হয়েছে।

* এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় স্বর্ণখণ্ডটির নাম, 'ওয়েলকাম স্ট্রেনজার', যার ওজন প্রায় ২০০ পাউন্ড। অস্ট্রেলিয়ার ব্যালারাটে জন ডিসন ও রিচার্ড ওয়েটস ১৮৯৬ সালে এটি আবিষ্কার করেন।

* দক্ষিণ আমেরিকায় স্প্যানিশদের অভিযানের আগ পর্যন্ত অ্যাজটেকরা লোহার ব্যবহার জানত। তাদের কাছে বিপুল পরিমাণ স্বর্ণ ছিল, যেগুলো তারা সাধারণত দৈনন্দিন কাজেও ব্যবহার করত।

0 comments:

Post a Comment