Tuesday, March 12, 2013

নেলপলিশ

0 comments
মেয়েদের অন্যতম প্রধান একটি প্রসাধন সামগ্রী হিসেবে নেলপলিশের আলাদা একটি কদর সব সময়ই ছিল। বিশেষ করে সাজপোশাকের সাথে মানানসই নেলপলিশ যেন সাজের আভিজাত্যকেই ফুটিয়ে তোলে। আর তাই শুধু এই উপমহাদেশ বা এশিয়াতেই নয়, বরং বিশ্বের সব দেশেই কমবেশি এই প্রসাধন সামগ্রীটির ব্যবহার চোখে পড়ে। মজার বিষয় হলো, এই একবিংশ শতকে এসেও একইভাবে নিজের কদর ধরে রাখা নেলপলিশের জন্ম কিন্তু হয়েছিল খ্রিস্টের জন্মেরও প্রায় হাজার তিনেক বছর আগে। অনেক নৃতাত্তিকের মতে ৪০০০ খ্রিস্ট পূর্বাব্দ থেকে মিশরে মেকআপ সামগ্রী ও সুগন্ধির চল থাকলেও নেলপলিশ বা কোনো ধরনের রঞ্জক দিয়ে নখ রাঙানোর চলটা এরও প্রায় হাজারখানেক বছর পরে এসেছিল। যদিও এ নিয়ে জোরালো কোনো প্রমাণ ইতিহাসের পাতায় পাওয়া যায় না। অন্যদিকে ৩০০০ খ্রিস্ট পূর্বাব্দে নেলপলিশের যে নিশ্চিত ব্যবহারের কথা নৃতাত্ত্বিকেরা বলে থাকেন সেটির উত্স ছিল চীন। চীনারা মূলত গাম এরাবিক, ডিমের সাদা অংশ, জিলাটিন ও মৌচাকের মোম ব্যবহার করে নখের জন্য বিশেষ প্রলেপ তৈরি করতো। আর সে সময় মিশরে নখের প্রলেপ বা নেলপলিশ হিসেবে সবচেয়ে বেশি কদর ছিল মেহেদীর। নৃতাত্তিকেরা দেখেছেন, প্রাচীন সময়ে নেলপলিশের সাথে সামাজিক অবস্থান ও মর্যাদার একটি নিবিড় যোগাযোগ ছিল এবং এটিকে আভিজাত্যের প্রতীক হিসেবেই বিবেচনা করা হতো। ৬০০ খ্রিস্ট পূর্বাব্দে চীনের চৌ সাম্রাজ্যের ইতিহাস থেকে জানা যায় যে, এই আমলে সোনালি রুপালি রঙের নেলপলিশ ছিল রাজকীয়তার চিহ্ন। পরবর্তী সময়ে কালো এবং লাল রঙের নেলপলিশও রাজকীয় রঙ হিসেবে স্বীকৃতি পায়। এ কারণে চৌ সাম্রাজ্যের অধীনে থাকা সাধারণ কোনো নারী অধিবাসীর এসব রঙের নেলপলিশ নখে দেওয়া নিষেধ ছিল। শুধু তাই নয় এ ধরনের নেলপলিশ কেউ নখে দিলে শাস্তি হিসেবে তার মৃত্যুদণ্ডও দেওয়া হতো। মজার বিষয় হলো, নানা সময়ে নানা বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সময়ের যে নেলপলিশ মানুষের হাতে হাতে এসে পৌঁছেছে সেটি এতোটাই সূক্ষ্ম আর সুন্দর উপায়ে তৈরি হয় যে মেয়েদের নখের এই রঙের সাথে গাড়ির রঙের পার্থক্য কিন্তু আদতে খুব সামান্যই।

0 comments:

Post a Comment