Monday, July 1, 2013

থ্রিসি

0 comments
নিউ মিডিয়ার ‘থ্রিসি’ তত্ত্বের ইলাব্ররেট হলো__ কানেক্ট, কোলাবরেট এবং ক্রিয়েট।

কানেক্ট অর্থাৎ বন্ধু, সমাজ এবং পরিবারের সঙ্গে মিলিয়ে পূণাঙ্গ গণমাধ্যম হয়ে ওঠা।

কোলাবরেট। অর্থাৎ সামাজিক গণমাধ্যম। চারপাশে যাই ঘটে তা ঘটনা। আর এসব ঘটনার সঙ্গে আমাদের কারো না কারো সম্পৃক্তা তো থাকেই। এ ঘটনাগুলোকে সমন্বয় করলেই তা হয়ে ওঠে সংবাদ। এমনকি কখনও কখনও শীর্ষ সংবাদ। এ সমন্বয়গুলোকেই কোলাবরেট বলে। এটি নিউ মিডিয়ার অন্যতম শর্ত।

একেবারে শেষের ‘সি’ এর অর্থ ক্রিয়েট। অর্থাৎ কোনো কিছুর সৃষ্টি। তা হতে পারে কনটেন্ট, সার্ভিস, কমিউনিটি বা যোগাযোগের শীর্ষ গণমাধ্যম। আর নিউ মিডিয়ার পাঠক হতে তেমন কিছুই প্রয়োজন হয় না। কম্পিউটার কিংবা মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকলেই হয়ে উঠতে পারেন নিউ মিডিয়া একজন প্রত্যক্ষ এবং সক্রিয় পাঠক।

গতানুগতিক সংবাদমাধ্যমে ধরন বদলে এখন তাই নিউ মিডিয়ার চর্চা চলছে।

0 comments:

Post a Comment