Tuesday, September 2, 2014

নাক দেখে যায় চেনা

0 comments
লোকটি মানুষ হিসেবে কেমন হবে তা তার নাক দেখে আপনি নিজেই বুঝতে পারবেন। মানুষের নাক দিয়েও লোক চেনা যায়, বিশেষত নারীদের। নারীদের স্বভাব ও ব্যক্তিত্ব তাঁর নাক দেখেই জানা যায়। এমনটাই বলা হয়েছে সমুদ্রশাস্ত্রে।
কেমন নাকের মানুষ কেমন হয়, দেখা যাক সমুদ্রশাস্ত্রে কী বলা আছে। ব্যবহার কুশল এবং ভালো মনের মানুষ হন যাঁদের নাক সোজা এবং লম্বা। যাঁদের নাক টিয়া পাখির মতো নীচের দিকে ঝুঁকে থাকে, তাঁরা বুদ্ধিমান এবং ভাগ্যবান হন। এমন ব্যক্তি নিজের যোগ্যতা এবং জ্ঞান অনুযায়ী জীবনের সমস্ত সুখ লাভ করেন।

যাঁদের নাক লম্বা এবং মোটা, তাঁদের মধ্যে কাম-ভাবনা প্রবল। এঁরা খুব বিলাসী। কিন্তু যে মহিলার নাক ছোট এবং সামনের দিকে মোটা, তাঁরা খুব রোম্যান্টিক হন। এঁরা অ্যারেঞ্জ ম্যারেজের পরিবর্তে লাভ ম্যারেজ করে থাকেন।

আবার সমুদ্রশাস্ত্রে এ-ও বলা হয়েছে, যে স্ত্রীর নাক লম্বা, তাঁরা বিলাসবহুল জীবনযাপন করেন। কিন্তু যে নারীর নাক ছোট, তাঁদের জীবন খুব কঠিন।

পুরুষদের মধ্যে তাঁরা খুব ভাগ্যবান হন, যাঁদের নাকের ছিদ্র ছোট।

0 comments:

Post a Comment