Tuesday, December 2, 2014

ফ্লাইওভার বা উড়ালসড়ক

0 comments
নগর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন খুবই জরুরি। ব্যস্ততম সড়কে গাড়ির চাপ সামলাতে না পেরে তৈরি হয় তীব্র যানজট। যানজট সামলাতে বিশ্বের বড় বড় শহরে রাস্তার ওপর দিয়ে নির্মাণ করা হয়েছে ফ্লাইওভার বা উড়ালসড়ক। বিশ্বের প্রায় প্রতিটি দেশের প্রধান সড়কে উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। বাংলাদেশও ফ্লাইওভার নির্মাণে পিছিয়ে নেই।

কুড়িল ফ্লাইওভার, বাংলাদেশ

মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশে নির্মিত হয়েছে বেশ কয়েকটি ফ্লাইওভার। আরও কয়েকটি ফ্লাইওভার রয়েছে নির্মাণাধীন। ঢাকার অসহনীয় যানজট এড়াতে এই ফ্লাইওভারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই ফ্লাইওভারগুলোর মধ্যে নজর কেড়েছে ঢাকার কুড়িল মোড়ে নির্মিত উড়াল সেতুটি। এয়ারপোর্ট সড়ক ও প্রগতি সরণির সংযোগস্থলে এটি নির্মাণ করা হয়। এই উড়াল সেতুর নান্দনিক ডিজাইন অনেকেরই নজর কেড়েছে। বিশ্বের অসংখ্য উড়াল সেতুর মধ্যে এটির নামও উচ্চারিত হচ্ছে সমান গুরুত্ব নিয়ে। এই উড়াল সেতুর নির্মাণ কাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩০৬ কোটি টাকা। প্রকল্পটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হচ্ছে। মূল সেতুটি মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হলেও এখনো সৌন্দর্যবর্ধন ও ফুট ওভারব্রিজের কিছু কাজ বাকি রয়েছে। দুই বছর মেয়াদি প্রকল্পটি ২০১২ সালের এপ্রিলে সম্পন্ন হবে বলে প্রাক্কলিত হয়। পরে ২০১৩ সালের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এত অল্প সময়ের মধ্যে এমন সফল প্রকল্প সর্বত্র প্রশংসিত হয়। সেতুটি আরসি গ্রিডার ও পিসি বক্স গ্রিডার দুটি পদ্ধতি ব্যবহার করা হয়। পুরো সেতুটির সড়ক দৈর্ঘ্য প্রায় ৩.১ কিলোমিটার। সেতুটির উচ্চতা ১৪.৫ মিটার (৪৭.৫৭ ফুট) এবং প্রস্থ ৯.২ মিটার (৩০.১৮ ফুট)। উড়াল সেতুটির মধ্যে চারটি লুপ বা ঘূর্ণি রয়েছে। এর নির্মাণে পাইলিং হয় ২৯২টি, পায়ার সংখ্যা ৬৭টি। এ প্রকল্পের অধীনে ৩০০ ফুট প্রশস্ত একটি সংযোগ সড়কও নির্মিত হচ্ছে। উড়াল সেতুর উদ্বোধন হওয়ার পর এই এলাকার যানজটের চিত্র পাল্টে যায়। এখন কোনো যানজট ছাড়াই বিশ্বরোড মোড় পার হতে পারে বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলো।

সাংহাই ফ্লাইওভার, চীন

পৃথিবীর সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর উড়াল সেতুটি নির্মিত হয়েছে চীনের সাংহাই শহরে। বিশ্বের অন্যতম ব্যস্ততম এ শহরে গাড়ির চাপ সামলাতে ধীরে ধীরে নির্মিত হয় এই সুবিশাল স্থাপনা। একই সঙ্গে সর্বাধিক গাড়ির চাপ সামলাতে সেতুটির নান্দনিক স্থাপত্য উড়াল সেতুর গুরুত্ব ও ধারণা পাল্টে দিয়েছে। একসঙ্গে প্রায় অর্ধ লাখ গাড়ি ছুটতে পারে এই ফ্লাইওভারের ওপর দিয়ে। গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে ব্যস্ততম নগরীতে এই ফ্লাইওভার নির্মাণ ছিল একটি বড় চ্যালেঞ্জ। অনেকগুলো আলাদা উড়াল সড়ক একসঙ্গে যোগ হয় এই বিশাল উড়াল সেতুটিতে। বিশ্বের সবচেয়ে ব্যস্ততম উড়াল সড়কও এটি। রাতের বেলায় এই উড়াল সেতুটিতে ছুটে চলা গাড়ির স্রোত ও সৌন্দর্যবর্ধক আলোর খেলা মানুষের মনে বিস্ময় জাগায়। খ্যাতনামা ফটোগ্রাফারদের চোখে এই সেতু রাতের সেরা আকর্ষণ। শহরের ভেতর ডুবে যাওয়া ফ্লাইওভার নামেও অনেকে চেনে এটিকে।

ডালাস ফ্লাইওভার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি ফ্লাইওভার রয়েছে। এর মধ্যে ফ্লোরিডা ও ডালাসের ফ্লাইওভার দুটি বিশেষভাবে আলোচিত। দুটি ফ্লাইওভারই আধুনিক স্থাপত্যবিদ্যার অনন্য নিদর্শন হয়ে রয়েছে। টেক্সাসের ডালাসে নির্মিত 'পাঁচতলা ফ্লাইওভার' খ্যাত উড়াল সেতুটি যে কোনো মানুষের চোখ ধাঁধিয়ে দেবে। রাস্তার ওপর দিয়ে একে-বেঁকে গেছে একাধিক উড়াল সেতু। ২৬১ মিলিয়ন মার্কিন ডলারের এই প্রজেক্ট শেষ হওয়ার পর মানুষ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছে আধুনিক স্থাপত্যবিদ্যার নান্দনিক এক স্থাপনা। অসাধারণ এক ডিজাইন নিয়ে এটি নির্মাণ করা হয়। পুরো উড়াল সেতুটিকে অনেকে রাস্তার এক শহর বলেও ডেকে থাকেন। ২০০৫ সালের ডিসেম্বরে এটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। প্রতিদিন এই ফ্লাইওভারের ওপর দিয়ে প্রায় পাঁচ লাখ গাড়ি যাতায়াত করে। ১২তলা উঁচু এই ফ্লাইওভারে মোট ৩৭টি আলাদা আলাদা সেতু রয়েছে।

হেব্বাল ফ্লাইওভার, ভারত

যানজটের দিকে তাকালে বাংলাদেশের চেয়ে কোনো অংশে কম ভুগছে না ভারত। যানজট মোকাবিলায় ভারতে নির্মিত হয়ে অসংখ্য ফ্লাইওভার। এই ফ্লাইওভারগুলোর মধ্যে বিশ্বজুড়ে চমক সৃষ্টি করেছে হেব্বাল ফ্লাইওভার। ভারতের ব্যাঙ্গালুর শহরে এই দীর্ঘতম ফ্লাইওভারটি তৈরি করা হয়। ৫.১৫ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারটির জন্য লেগেছে প্রায় ২০ একর জমি। অতিকায় এই ফ্লাইওভারটি বিশ্বের বিস্ময়কর ১০টি ফ্লাইওভারের একটি হিসেবে বিবেচনা করা হয়। এই ফ্লাইওভারে লুপ বা বাঁক রয়েছে পাঁচটি। দুপাশে ছড়িয়ে আছে ছয়টি লেন। এই ছয় লেনে একই সঙ্গে যানবাহন চলাচল করতে পারে। বিশ্বের চমকপ্রদ ডাবল রোড ফ্লাইওভার হিসেবে এটির সুনাম রয়েছে। এই ফ্লাইওভারটি আউটার রিং রোড এবং বেলারি রোডের মধ্যে সংযোগ তৈরি করে এই পথে যান চলাচলকে মৃসণ করেছে।

তানভীর আহমেদ

0 comments:

Post a Comment