আজিজুর রহীম পিউ
এবার ঘোড়ার দুধ বিক্রি হচ্ছে ঢাকায়। দামও চড়া। কেজিপ্রতি ৪শ টাকা। এ দুধ শিশুদের জ্বর ও চুলকানী, বাত-ব্যথাসহ অনেক রোগের উপশম করে বলে জানান ঘোড়ার কোচওয়ান রাসেল। ৬ মাস আগে ঘোড়াটির বাচ্চা হয়েছে। এ সময়ে প্রতিদিন সে দুধ বিক্রি করে ভালো আয় করছে। দিনে দুবেলা ১ কেজির মত দুধ দেয় ঘোড়াটি। বাচ্চা খাওয়ার পর যা বেঁচে যায় তাই সে বিক্রি করে। পুরনো ঢাকায় এখনও ঘোড়ার গাড়ির প্রচলন রয়েছে

wow very nice news
ReplyDeleteআমার লাগবে ১ কেজি।
ReplyDeleteআপনার সাথে কিভাবে যোগাযোগ করবো।
ঘোরার দুধ খাওয়া যায় কি
Delete