লিখেছেন : সোমা
নামটি আমার বলি- সাত ভাই
ইংরেজীতে বলি- Jungle Babbler
মজার ব্যাপার হলো,ইংরেজিতে আমাকে seven sisters ও বলা হয়।
দেখতে আমি যেমন- মাথা থেকে লেজ পর্যন্ত আমি প্রায় ২৫সে.মি লম্বা। গায়ের পালক আপদামস্তক ছাই ও খয়েরি রংয়ে মিশ্রিত। চোখে হলুদ বৃত্তের মাঝখানে কালো ফোঁটা।ঠোঁট ও পা শালিক ভায়ার ঠোঁট-পায়ের মতো হলদেটে।
যেথায় আমার বাস-নিবাস - বাংলাদেশের পাখি আমি।আমরা সাধারনত এক সঙ্গে ৬/৭ জনে দল বেঁধে ঘুড়ে বেড়াই আর তাই হয়তো আমাদের নাম হয়েছে সাত ভাই।
আমার খাবার মেন্যু- ফলফলাদি,কীট-পতঙ্গ,ফুলের মধু আমাদের খুব প্রিয় ।
No comments:
Post a Comment