এই পোশাকটি মনে হয় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল পোশাক। এটি ময়ুরের পেখম দিয়ে তৈরি। এর দাম ১.৫ মিলিয়ন ডলার। এই পোশাকটি ব্যবহার হয় চায়নার নানজিং এ বিয়ের পোশাক হিসাবে।
এটি তৈরি হয় ২০০৯ টি পালক দিয়ে তৈরি আর সবগুলো পালকই ময়ুরের। এই পোশাকটি তৈরি করতে আট জন কারুশিল্পীর দুই মাস সময় লেগেছে
No comments:
Post a Comment