Saturday, November 14, 2009

ফটোগ্রাফার পেঙ্গুইন!


বরফ আচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশ। সেখানে কোট পরা ভদ্রলোকখ্যাত পেঙ্গুইনদের প্রধান আবাসস্থলে গেছেন ফটোগ্রাফার ডেভিড সাল্টজ (৫৩)। বরফভূমিতে সুদৃশ্য ক্যামেরা স্থাপন করে একটু দূরে চলে গিয়েছিলেন। কিছুৰণ পর অবাক বিস্ময়ে লৰ্য করলেন, রাজকীয় ভঙ্গিমায় এগিয়ে আসছে একদল পেঙ্গুইন। স্ট্যান্ড ক্যামেরাটা ঘিরে প্রবল ঔৎসুক্য ওদের মধ্যে। ওরা যেন হঠাৎ বুঝে ফেললো সব। ছবি তোলার জন্য পোজ দিচ্ছে দুই পেঙ্গুইন! আর ক্যামেরার ভিউফাইন্ডার দিয়ে ছবি তোলার প্রস্তুতি নিচ্ছে পেঙ্গুইন সম্রাট! অভিভূত ফটোগ্রাফার সাল্টজ তার কাছে থাকা ক্যামেরা দিয়ে একের পর এক ধারণ করে চললেন অভাবিত এ দৃশ্য।
সূত্র : দ্য টেলিগ্রাফ

No comments:

Post a Comment