সেরিন থমসপোন নামের এক ব্যক্তির ঘোড়াটির উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি। ঘোড়াটির নাম পো। পোর ওজনও ৩ হাজার পাউন্ড আর দাঁড়ানো অবস্থায় তার উচ্চতা হয় ৮০ ইঞ্চি! দানবাকৃতির এ ঘোড়াটি দৈনিক ১০ পাউন্ডের মতো খাদ্যশস্য গ্রহণ করে আর পানি পান করে ৭৫ গ্যালনেরও বেশি! প্রাণীটি সবার খুব প্রিয়। কিন্তু সমস্যা একটাই আর তাহলো বিশাল দেহ। ভয়ে কেউ ঘোড়াটির কাছে যেমন যেতে চায় না, তেমনি চাবুক হাতে পিঠেও উঠে না কোনো সহিস।
No comments:
Post a Comment