কোনো ধরনের কেমিক্যালের স্পর্শ ছাড়াই ঘরে বসে আপনি হারবাল সামগ্রী দিয়ে নিশ্চিন্তে রূপচর্চা করতে পারেন। প্রথমেই চুল। চুলকে সুন্দর রাখতে রাতে নারকেল তেলের সঙ্গে মেথি বাটার মিশ্রণ লাগাতে পারেন। পাকা কলা ও পাকা পেঁপের মিশ্রণ লাগাতে পারেন ২ দিন পরপর। কালো চুল চাইলে রক্তজবা ফুলের কুড়ি কিংবা আমের আঁটির ভেতরের অংশ বেটে লাগাতে পারেন। মাসে অবশ্যই চারবার মেহেদি পাতার রস ও দুবার আমলকি বাটা লাগাতে পারেন।
ত্বকের যতেœ প্রতিদিন মসুর ডাল বাটা লেবু-দুধ সমপরিমাণ নিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন। রেগুলার প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন ফলের ক্বাথ। পাকা পেঁপে ও মুধ ত্বককে কোমল করে। লেবু ও মধু ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। টমেটো রস ব্লিচের কাজ করে, শসা ও আলুর রস চোখের নিচের কালো দাগ দূর করে। সপ্তাহে একদিন ২০ মিনিটের ভারী প্যাক হিসেবে পরিমাণমতো উপকরণÑ (কাঁচা হলুদ বাটা+মসুর ডাল বাটা+পাকা পেঁপে+কাঁচা দুধ+ডাবের পানি)। এ প্যাকটি মুখে ১০ মিনিট ম্যাসাজ করে মুখ ধুয়ে ফেলুন ময়েশ্চরাইজারের কাজ করবে। ঠা-া গোলাপজল/শসার রস হতে পারে আপনার উপযুক্ত স্কিন টোনার।
-সায়মা তুলি
No comments:
Post a Comment