Sunday, May 9, 2010

অজান্তা পর্বত গুহা

ভারতের মহারাষ্ট্র রাজ্যের অরাঙ্গাবাদ জেলার লিনাপুর গ্রামে অবস্থিত অজান্তা পর্বত গুহা। ১৯৮৩ সালে ইউনেস্কো এটিকে বিশ্বঐতিহ্য হিসেবে ঘোষণা দেয়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রথম ভাস্কর্য এটি। ধারণা করা হয় , খ্রিস্টপূর্ব ৫ম এবং ৬ষ্ঠ শতাব্দীতে গুপ্তার শাসনামলে অজান্তা পর্বত গুহাটি উত্তমভাবে অলঙ্কৃত করা হয়। এর চিত্রশিল্প এবং ভাস্কর্যের অনন্যতা বৌদ্ধ ধর্মীয় চিত্রকল্পের সঙ্গে বিবেচনা করা হয়।

No comments:

Post a Comment