Monday, May 17, 2010

আঞ্জুমান মফিদুল ইসলাম

আর্ত মানবতার সেবায় আঞ্জুমান মফিদুল ইসলাম একটি প্রতিষ্ঠিত নাম। অসহায় দরিদ্রদের নানা ভাবে সাহায্য করে থাকে এই প্রতিষ্ঠান। আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে যেসব সেবা প্রদান করা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে বেওয়ারীশ লাশ দাফন, এ্যাম্বুলেন্স সার্ভিস, এতিম খানা পরিচালনা, বঞ্চিত শিশুদের শিক্ষাদান ইত্যাদি। আঞ্জুমান মফিদুল ইসলাম পরিচালিত এতিম খানায় ছেলে এবং মেয়ে উভয় এতিম শিশুদের লালন পালন করা হয়। এছাড়া আঞ্জুমান মফিদুল ইসলাম কর্তৃক বঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সম্পূর্ণ বিনা খরচে শিক্ষা প্রদান করা হয়। আর আঞ্জুমান মফিদুল ইসলামের সবচেয়ে প্রশংসনীয় দিক হচ্ছে বেওয়ারীশ লাশের দাফন সম্পন্ন করা। এছাড়া কোনো লাশের ওয়ারীশ খুঁজে পেতেও এই প্রতিষ্ঠান সাহায্য করে থাকে। আঞ্জুমান মফিদুলের রয়েছে নিজস্ব অ্যাম্বুলেন্স সার্ভিস। এই অ্যাম্বুলেন্স সার্ভিস সারা ঢাকা শহরে বিনামূল্যে পরিচালিত হয়। আর ঢাকার বাইরে স্থান ভেদে এরজন্য চার্জ দিতে হয়। অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য যোগাযোগ করতে হবে- ৯৩৩৬৬১১ নম্বরে। অন্যান্য তথ্যের জন্য- ৭১১৯৮০৮।

1 comment:

  1. আগামী রবিবার (29-09-24) তারিখ সকাল 0700 ঘটিকায় রায়েরবাগ (মেরাজনগর) প্যারালাইসেস রোগী সিআরপি হাসপাতাল, মিরপুর-১৪, ঢাকা নিব, একটি এ্যাম্বুলেন্স জরুরী প্রয়োজন। আপনাদের সহযোগিতা চাই-01724372544

    ReplyDelete