Thursday, May 27, 2010
নগোর্নো কারাবাখ
আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যবর্তী একটি বিতর্কিত ছিটমহল হলো নাগোর্নো কারাবাখ। এই ছিটমহলটি আর্মেনিয়ার বংশদ্ভূত খ্রিস্টান জনগোষ্ঠীর আবাসভূমি। স্থানটি আর্মেনিয়ার দখলে ছিল। তবে ১৯২৩ সালে তৎকালীন শাসক লেলিন সোভিয়েত ইউনিয়নের প্রশাসনিক কারণে এই ছিটমহলটিকে আর্মেনিয়া থেকে বিচ্ছিন্ন করে আজারবাইজানের নিয়ন্ত্রণে হস্তান্তর করে। মূলত এরপর থেকেই খ্রিস্টান জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রায় অর্ধশতাব্দী পর ১৯৮১ সালে এই ছিটমহলটির নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দ্বন্দ্ব সংর্ঘষে রূপ নেয়। তবে সোভিয়েত ইউনিয়নের তৎকালীন কেন্দ্রীয় সরকার বিষয়টির ওপর হস্তক্ষেপ করে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এতে অনেক লোক নিহত ও উদ্বাস্তু হয়ে পড়ে। আজারবাইজানের তুলনায় আর্মেনিয়া সামরিক দিক থেকে অনেক শক্তিশালী, বিধায় আর্মেনিয়া আজারবাইজানের নিকট থেকে ছিটমহলটি দখলের চেষ্টা চালায়।
No comments:
Post a Comment