জমি চাষ করার জন্য শত শত বছর ধরে বাংলার কৃষকরা লাঙল ব্যবহার করছেন। পোড়ামাটির প্লেটে সপ্তম শতাব্দীর প্রথম দিকে বাংলায় লাঙল ব্যবহারের ইতিহাস খুঁজে পাওয়া যায়। লৌহযুগে লোহার ফলার আধুনিক লাঙলের ব্যবহার শুরু হয়। এর আগে কাঠের তৈরি লাঙল ব্যবহার হয়েছে। দেশের বিভিন্ন জেলা ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, কুমিল্লায় একেক ধরনের লাঙল ব্যবহৃত হয়। লাঙল ও হাল চাষ নিয়ে অনেক কবিতা-গান রয়েছে। আশির দশকে পাওয়ার টিলারের আগ্রাসন শুরু হলে লাঙলের সংখ্যা কমতে থাকে। এছাড়া গরুর অগ্নিমূল্য, গো-খাদ্যের সঙ্কট, ট্রাক্টরের আগ্রাসনের কারণে
লাঙল হারিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে লাঙলের স্থান হবে জাদুঘরে।
No comments:
Post a Comment