সিগেট টেকনোলজি নামক প্রযুক্তি প্রতিষ্ঠান ১৯৮০ সালে মাইক্রোকম্পিউটারের জন্য প্রথম হার্ডডিস্ক ড্রাইভ তৈরি করে। যা এসটি ৫০৬ নামে পরিচিত ছিল। এই ডিস্ক পাঁচ মেগাবাইট ডাটা ধারণ করতে সক্ষম ছিল। একটি আদর্শ ফ্লপি ডিস্কের চেয়ে প্রায় পাঁচ গুণ অধিক ক্ষমতাসম্পন্ন ছিল এসটি ৫০৬। অ্যালান সুগার্ট এবং ফিনিশ কোনার নামক দুজন প্রযুক্তিবিদ এটি তৈরি করেন। আবিষ্কারের মাত্র কয়েক বছরের মধ্যে এটির প্রায় চার মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল।
No comments:
Post a Comment