এদেশের অসংখ্য নদীবিধৌত জনপদের কূলে কূলে গড়ে ওঠা সংস্কৃতির মাঝে পুষ্টি পেয়েছে কত না ইতিহাস। ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে লড়তে দেশের তরুণদের শারীরিক ও মানসিকভাবে তৈরি করতে চট্টগ্রামের বদরপতি এলাকার বাসিন্দা আব্দুল জব্বার প্রচলন করেন বলী খেলার। শুধু দেশজ ঐতিহ্যই নয়, বলী খেলা আজ ঠাঁই নিয়েছে ইতিহাসের সোনালি পাতায়। ২০১০ সনে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে বাংলা লিংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হল ১০১তম বলী খেলা।
No comments:
Post a Comment