কাসা কাটুপর্বত (Kasha-Katuwe Tent Rocks National Monument) মুক্তগবেষনাগার হিসেবে পরিচিত। এর অবস্থান উত্তর-মধ্য নিউ মেক্সিকোতে। সমুদ্রপৃষ্ট হতে ৫৫৭০-৬৭৬০ ফুট উচু । তাবুর মত দেখায় বলে এর নাম টেন্ট রকস।
৬-৭ মিলিয়ন বছর আগে আগ্নেয়ছাই আর লাভার ১০০০ ফিট পুরুত্বের স্তর জমে বিশাল এই এলাকার জন্ম হয়েছে। কালক্রমে বাতাস আর পানি প্রবাহ সৃষ্ট ভুমিক্ষয়ের মাধ্যমে বর্তমান আকার ধারন করেছে। টেন্ট রকস এর তাবুকৃতি অংশ নরম পিউমিস দিয়ে গঠিত(লাভা ঠান্ডা হলে শক্ত ও কঠিন আকার ধারন করলে তাকে পিউমিস বলে) আর ক্ষয়ে যাওয়া অংশ টাফ দ্বারা গঠিত(আগ্নেয় ছাইকে টাফ বলা হয়)
এলাকা উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসন ১/৫/২০১০ হতে ৩১/৭/২০১০ পর্যন্ত ভিজিটরদের যাওয়া বন্ধ রেখেছে,শুধুমাত্র গবেষকরা দিনের বেলায় নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাবহার করতে পারবেন।

No comments:
Post a Comment